ভব ঘুরতে চাই। ভবঘুরে হতে চাই না। ৩৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি বুধবার প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তের কথা বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন। এবার অনলাইনে আবেদন নেওয়া হবে বলে জানান তিনি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা বলেন, “এই প্রথম অনলাইনে বিসিএসের আবেদন করতে হবে। কয়টি ক্যাডার ও কয়টি পদ থাকবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।” তিনি জানান, অনলাইনে ফরম পূরণসহ সার্বিক বিষয়ে শিগগির পিএসসি সংবাদ সম্মেলন করবে। ৩২তম বিসিএস বিশেষ হওয়ায় ৩৩তম বিসিএস সাধারণ হবে বলে জানান মীর মোশাররফ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।