আমাদের কথা খুঁজে নিন

   

৩৩তম বিসিএস: নিয়োগ পাচ্ছে ৮৫২৯ জন

চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৫ হাজার ৯৫১ জনের মধ্যে এই সাড়ে আট হাজার প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  
বৃহস্পতিবার বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনের ওয়েবসাইটেই ফল পাওয়া যাবে।
২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও সরকারের মেয়াদের একেবারে শেষ সময়ে দ্বিগুণ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হলো।   
এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নেন।
গত বছরের ২৮ জুন এর ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ ২৮ হাজার ৯১৭ জন অংশ নেন লিখিত পরীক্ষায়।
তাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৬৯৩ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয় গত মে ও জুন মাসে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.