আমাদের কথা খুঁজে নিন

   

৩৩তম বিসিএসের কার্যক্রম স্থগিত

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............ ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে নিয়োগে ৩৩তম বিসিএস পরীক্ষার কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট জানতে চেয়েছে কেন এই বিজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হবে না। অনলাইনে বিসিএস ফরম পূরণ করেও প্রবেশপত্র পাননি এমন ১৯ জন পরীক্ষার্থী রোববার একটি রিট আবেদন করায় বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেয়। আবেদনকারীদের আইনজীবী একেএম ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের এই আদেশের ফলে আগামী তিন সপ্তাহ ৩৩তম বিসিএসের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। “আদালত জানতে চেয়েছে, অনলাইনে আবেদন করার শর্ত সম্বলিত বিসিএস সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না। ” এছাড়া অনলাইনে আবেদন করেও প্রবেশপত্র না পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকারি কর্মকমিশন- পিএসসিকে কেন নির্দেশনা দেওয়া হবে না -পিএসসি চেয়ারম্যান, সদস্য, মন্ত্রী পরিষদ সচিব, পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক ও টেলিটকের চেয়ারম্যানের কাছে তা জানতে চেয়েছে আদালত।

এক সপ্তাহের মধ্যে তাদের এ রুলের জবাব দিতে হবে। একেএম ফায়েজ বলেন, “আদালতে আমরা বলেছি, বঞ্চিত আবেদনকারীদের কোনো দোষ নেই। তারা যথা সময়ে আবেদন করেছে। টেলিটক সার্ভারের সমস্যার কারণে তারা বঞ্চিত হতে পারে না। এ বিষয়ে তারা পিএসসি চেয়ারম্যান বরাবর আবেদন করলেও কোনো প্রতিকার পায়নি।

” “আইনের দৃষ্টিতে অনলাইনে ফরম পূরণের এই আবেদন সবাইকে সমান সুযোগ দেয় না। যা সংবিধানের ২৯ অনুচ্ছেদের পরিপন্থি। ওই ধারায় বলা আছে চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে”, যোগ করেন তিনি। টেলিটকে জটিলতার জন্য আবেদন করতে না পারা পরীক্ষার্থীদের হাই কোর্টে যাওয়ার হুমকির মধ্যেই মঙ্গলবার ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি। আগামী ১ জুন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

পিএসসির তথ্যানুযায়ী, ৩৩তম বিসিএসে ১ লাখ ৮৩ হাজার ৬২৭ প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। ৪ হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে ৩৩তম বিসিএসের আবেদনপত্র গ্রহণ করা হয়। অনলাইনে আবেদনপত্র পূরণের পর টেলিটকের মাধ্যমে ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করেছিল পিএসসি। তবে শেষ মুহূর্তে টেলিটকের সার্ভারে চাপ পড়ায় অনেকের আবেদন ফি জমা হয়নি।

বিষয়টি জানার পরও পিএসসি বলেছে, ফি জমা দিতে ব্যর্থ হওয়ারা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। কারণ আগেই সতর্ক করা হয়েছিল, শেষ সময়ে সবাই টাকা জমা দিতে চাইলে সার্ভারে চাপ পড়তে পারে। সরকারি মোবাইল অপারেটিং কোম্পানি টেলিটক জানিয়েছে, শেষ মুহূর্তে তাদের সার্ভারে চাপ পড়ায় সাড়ে ১৩ হাজার আবেদনকারীর টাকা জমা হয়নি। আবেদনপত্র পূরণে ব্যর্থ হওয়া একদল মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, পরীক্ষা দেওয়ার সুযোগ না পেলে তারা আইনের আশ্রয় নেবেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আরও ছিলেন, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও পারভীন হান্নান।

সরকার পক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.