আরো নুতুন দুটি কুপ থেকে গ্যাস উত্তোলন শুরু করতে যাচ্ছে মার্কিন তেল গ্যাস কোম্পানী শেভরন। তেল গ্যাসে সমৃদ্ধ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার নতুন এ দুটি কুপ থেকে প্রতিদিন প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের ৯ নম্বর গ্যাসকুপ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহে এবং কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের ৭ নম্বর গ্যাসকুপ থেকে জুলাই মাসের শেষ সপ্তাহে উৎপাদন শুরু করতে যাচ্ছে শেভরন বাংলাদেশ। শেভরন বাংলাদেশ সিলেট অফিস সূত্র জানায়, বহুজাতিক কোম্পানী শেভরন বাংলাদেশ এ বছরের শুরুতে মৌলভীবাজারের কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে তিনটি গ্যাসকুপ খননের কাজ শুরু করে। কমলগঞ্জের ফুলবাড়ি ও নূরজাহান চা বাগানে ৭ ও ৮ নম্বর কুপ এবং শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের ৯ নম্বর কুপে গ্যাসের সন্ধান পায় এই বহুজাতিক কোম্পানী।
শেভরন বাংলাদেশ সিলেট অফিসের ফিল্ড কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার বদরুদ্দোজা বদর জানান, মৌলভীবাজার গ্যাস প্লান্টের আওতাধীন জাগছড়া থেকে কালাপুর গ্যাস কুপ পর্যত্ম পাইপ লাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে শ্রীমঙ্গলের জাগছড়া ৯ নম্বর কুপ থেকে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। অপরদিকে কমলগঞ্জের ৭ নম্বর কুপ থেকে জুলাই মাসের শেষের দিকে উৎপাদন শুরু করবে শেভরন। তিনি আরো জানান, ওই দু’টি কুপ থেকে গ্যাস উত্তোলন করে তা জাতীয় গ্রীড লাইনে সরবরাহ করা হবে। ৭ ও ৯ নং কুপে প্রাপ্ত গ্যাস বর্তমান ৪টি কুপের উত্তেলিত গ্যাসের সাথে যোগ হয়ে প্রতিদিন প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
মার্কিন এই গ্যাস কোম্পানীর সফলতা প্রশংসনীয়।
সূত্র: ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।