চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর ‘মায়রে (মাকে) বারবার কইছিলাম, আমার সঙ্গে চলে যাইতে। আব্বা রাজি হয়নাই। বলছে, এখানে ভাড়া কম, খরচ কম। মায়রে আমি হারাই ফেললাম। ও আল্লাহ, তুমি আমার মায়রে ফিরাই দাও।’ মঙ্গলবার গভীর রাতে নগরীর খুলশী থানার উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবর শাহ এলাকায় রেলওয়ের পাহাড় ধসে নিহত হাসনা বানু’র ছেলে টুটুল কাঁদতে কাঁদতে এসব কথা বলছিলেন। টুটুলের মত এমন কান্না ওই পাহাড়ের নিচে বসবাসকারী অনেকের ঘরে ঘরে। আগের পোস্ট: চট্টগ্রাম কার্যত পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে-১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।