বিকিউব নিয়া গত ১ মাস জ্বালায় ছিলাম, এতবার লাইন যায়! বিরক্তি নিয়া মডেমই অফ রাখলাম অনেক সময়। (তয় নেটানি অফ ছিল না :ড) কি করুম কি করুম কইয়া অগো সাইট এ যাইয়া দেখি এলাহি কারবার, ওরা কাস্টমার কেয়ার সার্ভিসের ফুন নাম্পার ছাপায়া দিসে। নগদে কইলাম পাইসি হালায়। ফুন দিসি কি দিসি না-রিং বাজছে কি বাজছে না-অমনি এক মহিলা কুকিলাকন্ঠ কয় হালুম(হ্যালো)। আমি আমার কথা কইলা, হে হের কথা কইল।
এর মইদ্যে হুম হুম কইল গোটা দশবার :ড পূলিশের মত কইরা পাতা লইয়া কইল, আগামিকাল ঠিক হইয়া যাইব।
লে হালুয়া, আইজই ,হ আইজই, ফুন কইরা কইল লাইন ঠিক করা হইল, চেক করেন। কইলাম ঠিকাসে। মডেম অন কইরা মরার আমারই ঘুম চইলা আইল, মডেম আর লগআউট লয় না। -কই- কি তামশা।
আগের মতই মোলায়েম চলতাসে। যাক- কেয়ার আমারে কেয়ার দিসে।
থেন্কু -বিটিসিএল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।