আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে এলিয়েনের আগমন ও বিশিষ্ট ব্যক্তিদের মতামত

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো ভাবুনতো ভুলক্রমে যদি একটি এলিয়েন বাংলাদেশে আইন-শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে কি হবে?? আসুন আটককৃত এই এলিয়েন সর্ম্পকে আমাদের বিশিষ্ট ব্যক্তিদের মতামতগুলো দেখি - - - - - পদাধিকারবলে প্রথম বানী আমাদের ডটার অফ পিস, রাষ্ট্রনায়ক, আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার - "এতদিনে আমরা সত্যিকার ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছি। আমাদের ডিজিটালের আকষর্নে ভিনগ্রহ থেকে প্রতিনিধি এসে পড়েছে ডিজিটালের মূলমন্ত্র শেয়ার করতে" এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে এলিয়েনটিকে আটক করে রাখা হয়েছে কেন। জবাবে তিনি বলেন, বিরোধীদল এলিয়েনটিকে গুম করে সরকারের সাফল্য নস্যাৎ করতে চায় তাই ওকে নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেন - এই সরকার এতদিন দেশকে ভারতের কাছে বিক্রির ধান্দায় ছিলো, আমাদের দুর্বার আন্দোলনে তা সম্ভব হয়নি।

এই জালিম সরকার এখন দেশকে ভিনগ্রহের কাছে বেছতে চায়। আমরা এই ব্যর্থ তাবেদার সরকারের পদত্যাগ তাই। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন - আমার ঘড়ি নষ্ট না হলে ৪৮ ঘন্টার মধ্যেই আপনারা কিছু একটা জানতে পারবেন। পল্লীবন্ধু এরশাদ বলেন - বিদিশার কসম আমি পৃথিবীর বাইরে কারো সাথে কোন আকাম করি নাই, এই ছেলের বাপ আমি না গো-আজম - সবই ইঙ্গ-মার্কিন ষড়যন্ত্র। ইনু-মেনন গং - সাম্রাজ্যবাদীর কালো-হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।

নায়ক চাকিব খান - দেখুন হতে পারে ও আউটার ওয়ার্ল্ড থেকে আসছে বাট ও আমার মত সুন্দর করে লিপস্টিক লাগাতে পারে না। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি - আমাদের নেত্রী সমুদ্র জয়ের পর এবার মহাবিশ্ব জয় করেছেন। এ জয় অনেক নির্ঘুম রাতের ফসল। অক্লান্ত পরিশ্রমের ফসল। ব্লা ব্লা ব্লা ব্লা মানবধিকার কমিশনের চেয়ারম্যান - ইয়ে মানে এ ব্যাপারে আমাদের আইনে কিছু বলা নাই।

হে হে হে নির্বাচন কমিশনার - আগামী কয়েকদিনের মধ্যেই ওকে ভোটার লিস্টে যুক্ত করা হবে এবং ভোটার আইডি কার্ড প্রদান করা হবে। জনৈক ইভটিজার - ও কি মেয়ে না ছেলে?? রেব মহাপরিচালক - আমরা মহাবিশ্বের এই সন্ত্রাসীকে নিয়ে বেশ কয়েকটি ডেরায় হানা দিয়েছি। সেখানে ওর সহযোগীরা আমাদের উপর হামলা করে। দু-পক্ষের গোলাগুলির মাঝে সে পালানোর চেস্টা করে এবং গুলি খেয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে আমরা কয়েকটি অশ্বডিম্ব উদ্ধার করেছি।

শুশীল সমাজ - বিশ্বের বাকী দেশগুলো বাদ দিয়ে আমাদের দেশে বেড়াতে আসাকে অতিথীর এই নির্মম হত্যার প্রতিবাদে আমরা শাহবাগে ১ মিনিট নিরবতা পালন করবো। (কানাঘুষা চলছে এলিয়েনের মাংসের সু্প নাকি হোটেল রেডিসনে পাওয়া যাবে, শুশীল সমাজের সবাই কর্মসূচী শেষে সেখানেই মিলিত হবেন বলে জানা গেছে) আপাতত আর কিছুই মনে আসছে না। সবাই ভালো থাকুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.