আমাদের কথা খুঁজে নিন

   

প্লাসিবো: বেকুবের ঔষধ

পরিশ্রম নয় তেলবাজিই সাফল্যের চাবিকাঠি গোবিন্দ বললেই কি সত্য হয়ে গেল? আমার মার পায়ে ব্যথা। আমেরিকা থেকে আত্মীয় ফোন করে বললেন, সন্ধিসুধা পাঠিয়ে দিলাম, মালিশ করে দেখ, ম্যাজিকের মত কাজ করে। ভালবেসে ফ্রি পাঠিয়েছে, তার মন রক্ষার জন্য কয়েকদিন মালিশ করলাম, কোন লাভ হয়নি। সেই আত্মীয়কে যতই বুঝাই যে এগুলো সব মিথ্যা প্রচারনা, কোন কাজ হয়না। আসলে টিভিতে গোবিন্দ যে টাকার জন্য অভিনয় করছে, এটা লোকে বোঝেনা।

অলৌকিক চিকিৎসার প্রতি আমাদের আগ্রহ প্রবল। যেসব ক্ষেত্রে প্রচলিত চিকিৎসায় সমাধান নেই বা জটিল, সেই অসুস্থতাকেই বেছে নেয়, এইসব ব্যবসায়ী। টাক পড়ছে, হাড় ক্ষয়ে গেছে, পাইলস-কাউকে লজ্জায় বলতে পারছেন না- সমাধান হাতের কাছেই। চটকদার বিজ্ঞাপন দেখে চলে যান দাওয়াখানায়, নিমিষেই আরোগ্য। আসলে প্লাসিবো ইফেক্ট সম্পর্কে আমরা কতটা অসচেতন তার সবচেয়ে বড় প্রমান হল, এর কোন উপযুক্ত শব্দার্থই নেই বাংলাভাষায়।

আমার মনে হয় এর যথার্থ মানে হওয়া উচিৎ 'বেকুবের ঔষধ'। উন্নত বিশ্বে নতুন ঔষধের প্রকৃত কার্যকারিতা পরীক্ষার জন্যে কিছু রোগীকে প্রকৃত ঔষধ দেয়া হয়, আর কিছু রোগীকে দেয়া হয় প্লাসিবো, মিথ্যা ঔষধ। মানে রোগী ভাবে সে ঔষধ খাচ্ছে কিন্তু আসলে তার ট্যাবলেটে কোন ঔষধ নেই, ময়দা নইলে চিনি। অনেক সময় সেই আসল ঔষধ খেয়ে হয়তো রোগীর কোন উপকার হয়না, কিন্তু প্লাসিবো খেয়ে অনেকে সাময়িক সুস্থ বোধ করে। ব্যাপারটা সম্পূর্ন মানসিক।

আমাদের দেশের একশ্রেণীর মানুষ এই ধরনের ভিত্তিহীন ঔষধের দ্বারা নিজেরা প্রতারিত হয়, নকল ঔষধ খেয়ে নিজেরা মানসিক ভ্রান্ত প্রশান্তিতে ভোগে এবং অন্যকেও সেই পথেই বিভ্রান্ত করে। এখন আপনি হয়তো ভাববেন, মিথ্যা ঔষধে যদি কিছুটা সুস্থবোধ করা যায় তাতে ক্ষতি কি? ক্ষতি অব্যশই আছে, ভুল চিকিৎসা আখেরে আপনার আরো বড় ক্ষতি করবে। সম্প্রতি এমআইটির এক গবেষনায় প্রমানিত হয়েছে যে, বেশি মূল্যের প্লাসিবো, কম মূল্যের প্লাসিবোর চেয়ে ভালো কাজ করে। অর্থাৎ এইসব জন্জাল যত বেশী টাকা দিয়ে কেনা হবে, রোগী নিজেকে তত বেশি সুস্থ মনে করবে। স্বভাবতই মানুষ বেশি মূল্যের মিথ্যা ঔষধেই প্রতারিত হয় বেশি।

আজকের প্রথম আলোর রিপোর্ট পড়ে মনে হল বিষয়টা নিয়ে আরেকটু লিখি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.