ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রায় ১৭ শতাংশ নারী ফিস্টুলা রোগে আক্রান্ত বলে একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবন মিলনায়তনে বুধবার এনজেন্ডারহেলথ্ বাংলাদেশ’র ‘ফিস্টুলা কেয়ার প্রকল্প’র গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে প্রতি এক হাজার নারীর মধ্যে প্রায় ১৬৯ জনই অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত।
উপযুক্ত বয়সের আগে বিয়ে ও গর্ভধারণকারী নারীদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি দেখা যায়।
অবস্টেট্রিক ফিস্টুলায় নারীদের যোনিপথ ও মূত্রনালী বা যোনিপথ ও পায়ুপথের মধ্যে ক্ষত সৃষ্টি হয়। এতে মানুষের শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি ঘটতে পারে।
অনুষ্ঠানে ‘ফিস্টুলা অপারেশন পরবর্তী ফলাফলের নির্ণায়কসমূহ: প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি’ এবং ‘সিজারিয়ান ডেলিভারির কারণ’ নিয়ে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। আন্তর্জাতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা সংস্থা ইউএসএআইডি এ গবেষণায় অর্থায়ন করেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, অবস্টেট্রিক ফিস্টুলা নিরাময়যোগ্য। দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত চারটি বেসরকারি হাসপাতাল, ঢাকা ও যশোরে দুটি আদ্-দ্বীন হাসপাতাল, কুমুদীনি হাসপাতাল এবং ল্যাম্ব হাসপাতাল এ সমস্যার বিনামূল্যে চিকিৎসা ও পূনর্বাসন সেবা দেয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মাতৃত্বকালীন মৃত্যুহার বর্তমানে কমে এক লাখে ১৯৪ জনে নেমেছে।
এছাড়া প্রাতিষ্ঠানিক সন্তান প্রসবের হার ২৩ শতাংশ এবং সন্তান প্রসবের সময় দক্ষ দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতির হার ২৬ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। এ অবস্থা বাংলাদেশে মাতৃত্বকালীন স্বাস্থ্যের অবস্থার উন্নতির নির্দেশক।
এনজেন্ডারহেলথ্ ফিস্টুলা কেয়ার ইউনিটের প্রোগ্রাম অফিসার ডা. তামান্না সুলতানা বলেন, প্রাতিষ্ঠানিক উপায়ে সন্তান প্রসব, ঘরে সন্তান প্রসবের ক্ষেত্রে দক্ষ ধাত্রীর উপস্থিতি, সন্তান প্রসবের সময়ের জটিলতা সমাধানে দ্রুত ও সঠিক স্বাস্থ্য সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ, জরুরি ধাত্রীসেবা সুবিধা ও এক্ষেত্রে দক্ষ জনশক্তি বাড়ানো এবং স্বাভাবিকভাবে সন্তান প্রসবে সমস্যা হলে সেবাকেন্দ্রে সিজারিয়ান সেকশনে অস্ত্রোপচারের ব্যবস্থা এ রোগ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক একেএম আমির হোসাইন, ইউএসএআইডির বাংলাদেশের ভারপ্রাপ্ত পরিচালক থীবাট উইলিয়াম, ইউএনএফপিএর সহকারী প্রতিনিধি হাসিনা বেগম ও এনজেন্ডারহেলথের প্রতিনিধি আবু জামিল ফয়সাল প্রমুখ আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/১৩৫১ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।