আমাদের কথা খুঁজে নিন

   

মিহি দানা দুঃখ

আপাতত ঘুরপাক খাচ্ছি! এক ঝড়ো বাতাস বইছে হুহু করে এক ঝড়ো বাতাস বইছে ভেঙ্গে পড়ছে ছনের চাল সীমানা পিলার মাটির দেয়াল ভেঙ্গে পড়ছে বাড়িঘর নদী তীর কাশবন বাঁশের সাঁকো। দূরে কোথাও বাজ পড়ছে মেঘের গর্জন বুকে ধরে একলা ঘরে একলা করে দূর দেশে যাচ্ছে প্রিয়জন। বাতাস বইছে উত্তর দক্ষিণ বাতাস বইছে শালবন শিরীষ বনে। একেকটা দিন একেকটা রাত স্মৃতির অর্গল খুলে যায় ভাঙ্গনের খেলা দেখতে দেখতে এক নির্জন দ্বীপে এসেছি যেন এখন এই অবেলায় যাবোই বা কোথায়! মিহি দানা দুঃখ মিহি দানা দুঃখ সুতোয় গেথে নাও একটা মালা করো জড়োয়ার মত দান করো আমায় যতটুকু পারো আপন করে কন্ঠ ভেদ করে বুকের অসীমে গেথে দাও। পৃথিবীর যত দুঃখ তোমার সাথে কাছে কিবা দূরে সব মিহি করে নাও দাও গেথে দাও বুকের গহীনে। এই মেয়ে! বলছি না। একটুও কাঁদবে না কিসের এত দুঃখ তোমার শয়নের পাশে মোমবাতি নেভাও গরাদের ওপাশে দেখো অসীম রাতি, হাতে তুলে নাও জোনাকপোকা বনজুঁইটাকে দেখো মনে হবে এক অশ্বত্থ বৃক্ষ ধরো এর মাঝে আমি মিশে আছি আমি মানে এক বোবা বৃক্ষ এক নিথর নিস্তব্ধ রাত্রি। এই রাতের বুকে হাত রেখে বলো ভালবাসি ভালবাসি দুঃখ তোমায় ভালবাসি। ছবিঃ নিজস্ব এ্যালবাম।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।