আমাদের কথা খুঁজে নিন

   

মিহি মিশ্রণ

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এ শুধু রৌদ্র নয় ...সকালে বারান্দার চৌকাঠ পার হইনা , রোদ এসে চোখের উপর নির্দয় যন্ত্রনা প্রদায়ক খেলা শুরু করে দেয় আর উদোম গাত্র তো তার চষে বেড়ানো জমিন যেন। কখনও এতো তেজ নিয়ে রোদকে আসতে দেখতাম না সেই শৈশব কৌশরে , এ যেন তাই চেনা সূর্য হৃদয় উত্তাপ নয়, এ যেন আরও অন্য কিছু অথবা অন্যকিছুর ঘন তপ্ত মিশ্রন। ... সময় ওমনই অথবা সময়ের সাথে অবস্থান। তাই যন্ত্রনা নেই, কষ্ট নেই, বেদনা নেই , হতাশা নেই , যাতনা নেই, ব্যাথা নেই, বিতৃষ্ণা নেই, বিমর্ষতা নেই, নিরানন্দ ভাব নেই, চটুল চঞ্চলতার বিগ্রহ নেই, অসরলতা নেই, অর্বাচীনতা নেই, চাপ নেই, উদাসীন শূণ্যতা নেই, নেই ঘন ধারা বিরহ...কেমন করে রবে সব? এ যে এক মিশ্রন কাল ঐ সকলের-মিহি মিশ্রন, আলাদ করে ভাঙার উপায় নেই, বোঝার নুণ্যতম বিশ্লেষনাত্মক জ্ঞান নেই, সময় প্রকট প্রভাবক এ ধরায় এ সরায়। সহজ সরলতার সাথে সহজ বিমাতা সুলভ পূর্ব ব্যবহারের ফল ধরেছে সমসাময়িক প্রাপ্তি নামক বৃক্ষে। জটিলতার সেই ডোবা , ঐ যে কি যেন নাম, কি যেন, যেখানে ...ওহ! মনে পড়েছে ...জটিলতার চোরাবালি টানে, হাত পা, হাতের নখ, পায়ের পাতা, লোম ধরে ধরে টানে আর অদৃশ্য কোন এক শক্তি ধরে রাখে , যে শক্তি মৃত্যুবোধী সজীব থাকার সুপ্ত গুপ্ত অমৃত। মধ্যকর্ষন বল- মাঝে আমারেই লটকায়ে ভীষন অপ্রকাশ্য নেতিভাব মনে জাগিয়ে। ... ২/০৫/০৮ ছবি সূত্রঃ CLICK

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।