আমাদের কথা খুঁজে নিন

   

মিহি শ্যাঁওলা পাথরে ঘনরাত্রির দাগ

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

মিহি শ্যাঁওলা পাথরে ঘনরাত্রির দাগ ______________________ আলুটিলাই প্রাগৈতিহাসিক সুরঙ্গ, জলের ধাক্কায় বালি নুড়ি পাথরের দেহগুলো সরে গেলে পানছড়ির পথ অজগর পথ তার তালু ছোঁয়া জলে মিহি শ্যাঁওলা পাথরে ঘনরাত্রির দাগ একবিংশ শতাব্দীর কিরণেও তার হয়না প্রভাত রহস্য আঁধার, নৈশঃব্দ্যের হুঙ্কার আলোকিত পৃথিবীর মশাল হাতে পোঁতা নাড়ি খুঁজি এক আদিম সভ্যতার কৃষ্ণ পাথরে সহশ্র গুহামুখ জেগে ওঠে অরণ্য কুঠির, ঘনবন ও বুদ্ধের সম্মুখ ধ্যানরত বুদ্ধের মস্তক ছুয়ে ফেলে বৃহৎ বৃক্ষের চূড়া তার উপরে উড়ে যায় অতিপ্রাকৃত পাখিরা সুরঙ্গ ধরে নেমে যেতে দেখি পাথরের পাশে কুঁড়ে ঘর ক্ষুদ্রপাল মেষ সাবক আর একাগ্রমন গর্ভবতীর প্রার্থনারত প্রহর অতিক্রান্ত আঁধার ভাসিয়ে কর্ণকুহরে বাজে সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্না কতোকাল আগের! কতোকাল পরের! ঠিক বুঝে উঠতে পারিনা সুরঙ্গের পথ শেষ হয় হয় তবুও শেষ হয় না।। _______________ ______ বাকী অরিন্দম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।