আমাদের কথা খুঁজে নিন

   

সাবাস বাংলাদেশ! সাবাস বাংলাদেশী তরুণেরা! তোমরা আমাদর গর্ব! আগামী দিনের অনুপ্রেরণা!

মনে প্রাণে ঘৃণা করি রাজাকার। পাকিস্তানের দালালি করার শখ থাকলে এখানে ল্যাদাতে না আসার জন্য বলা হচ্ছে। ভয়াবহ এক খেলা !!! হোক না সেটা খুব দুর্বল কোন দলের সাথে। আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা এক অনন্য সাধারণ সাফল্য এনে দিয়েছে আমাদের। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাতারের সাথে এক খেলায় বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে করে ৩৬৩ রান, সাত উইকেটে।

সৌম্য সরকার নামের এক ওপেনিং ব্যাটসম্যান করে ২০৯ রান ১৩৫ বলে ! ২৭ টি চার আর ৮টি ছক্কা ছিল তাতে! এরপর কাতার যখন ব্যাট করতে নামে তখন শুরু হয় আরেক তাণ্ডব। এবার এক বাংলাদেশী বোলারের, নাম আবু হায়দার । তার বোলিং ফিগারটা এরকম ৫.৪ ওভার ১ মেডেন ১০ রান ৯ উইকেট! ইকনমি রেট ১.৭৬ ! যে কয়টি উইকেট পড়েছে কাতারের তার সবগুলো নিয়েছে একাই আবু হায়দার। বাকি একজন ব্যাটসম্যান ওমর ইশতিয়াক ইনজুরির কারনে ( নাকি ভয় খাইছে?) ব্যাট করতেই নামেনি। নাহলে হয়তো দশ উইকেটই একাই আবু হায়দার পেয়ে যেতো! ফলাফল বাংলাদেশ ৩২৮ রানে জয়ী।

আবু হায়দার এবং সৌম্য দরকার যৌথভাবে ম্যান অফ দা ম্যাচ! সাবাস বাংলাদেশী তরুণেরা! তোমরা এগিয়ে যাও বীর দর্পে। আন্তর্জাতিক খেলাতেও তোমাদের এমন সাফল্যের অপেক্ষায় আছি আমরা! জানি সেই মাহেন্দ্রক্ষণ আর খুব বেশি দূরে নয়। একটা সময় ছিল তখন বাংলাদেশী ব্যাটসম্যান - বোলারদের নিয়ে বড় দলগুলোর খেলোয়াড়রা ছেলে খেলা করত। সেই দিন আর নাই, দিন বদলাইছে!! এখন থেকে আমাদের পালা, আমরা তুলো ধুনো করবো, বাকিরা চেয়ে চেয়ে দেখবে :-)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.