আমাদের কথা খুঁজে নিন

   

সাবাস কিউবি!!! সাবাস এক্স-পার্ট!!!

আমি পাগল হইয়া গেলাম কিউবি'র কাহিনী দেইখা এইটা কেমনে সম্ভব?? অদ্ভুত এই দেশ আর অদ্ভুত আমরা। মূল কাহিনী বলি, গত ১০ দিন ধইরা কিউবির পায়ে ধইরা আমার বাসায় তাদের একজন এক্স-পার্ট আনাইতে সক্ষম হইছি (আমার ৫১২ লাইন এ জটিল সমস্যা)। সে একজন বিরাট এক্স-পার্ট। বাসায় এসে মেশিন অন করলাম। অনেকক্ষন ট্রাই করে সে আমার ব্রাউজার ওপেন করতে না পেরে বললো, আপনার মেশিন আপনি দেখেন।

ও আল্লাহ !!! বাচাও...এক্স-পার্ট তো ফেইল খাইলো। উল্লেখ্য আমি ম্যাক ইউজার। সে আমার মোডেমের ভালু্য দেখে বললো সব ঠিক আছে ভাইয়া কোনো প্রবলেম নাই। যাই হোক দিলাম একটা ডাউনলোড। ওরে বাপ!!! একি তামশা!!! ৬১/৬২!!! যেটা গত কয়দিন এ ৫-১৮ পর্যন্ত গেছে।

কেমনে সম্ভব?? একি জাদুর খেলা দেখলাম!!! ১৫/২০ চললো এই খেলা। সব ঠিক ঠাক করে দিয়ে উনি বললেন এবার তার যাবার সময় হইছে। আমিতো বিরাট খুশি, তাকে একটু এগিয়ে দিয়ে আসি। গেলাম। ২০ মিনিট পর বাসায় এসে দেখি আমার ডাউনলোড মইরা পইরা ঘুমাইতেছে।

আবার নতুন কইরা দিলাম ডাউনলোড!!! ওরে নারে....... ৫/৬!!! মোডেম রিস্টার্ট...কোনো লাভ নাই। ম্যাক রিস্টার্ট কোনো লাভ নাই!!!! এরপর আমার মোডেম কানেক্ট হইতে পাক্কা দুইডা ঘন্টা লাগলো ভাই। কাস্টমার খোয়ারে ফোন দিলাম পর পর তিনবার প্রবলেম শুইনা লাইন হোল্ড কইরা দিল। এক আপারে কাহিনী কইতে কইতে আমার ফোনের টাকাই শেষ!! কি ভুল টা যে আজকে করলাম!! ইস্‌!! যদি ঐ এক্স-পার্ট ভাইটারে বাসায় রাইখা দিতে পারতাম তবে আমার লাইন টা ভালো থাকতো!! কেন এই ভুলটা করলাম?? কেন? কেন? কেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.