আমাদের কথা খুঁজে নিন

   

সাবাস অনন্ত জলিল সাবাস

জগৎ টা অনেক রহস্যময়, তার চেয়ে বড় রহস্যময় আমরা নিজেরা। সেই রহস্য বাহ্যিক রহস্যকেও হার মানায়। এম এ জলিল অনন্ত !! বাংলা সিনেমার হিরো। ভূল উচ্চারনের জন্য সমালোচনার শেষ নেই । "ইউ পম গানা" তো এখন গালিই হয়ে গেল !! এমনকি সস্ত্রীক অপমানিত হয়েছিল পাবলিকের সামনে.....জলিলের পক্ষে বিপক্ষে সমালোচকদের জন্য অনলাইনে ঢুকাই যেতই না....মিষ্টার জলিল সম্প্রতি কয়েকটা ভাল কাজ করেছেন ।

কিন্তু তাকে ধন্যবাদ জানিয়ে কারো কোন সামান্য একটা স্ট্যাটাস ও পেলাম না...দু:খজনক !! ভাল কাজ (১) : জলিল শীতার্ত মানুষদের পাশে এসে দাড়িয়েছেন । সিনেমা বানিয়ে আয়কৃত টাকা থেকে ব্যায় করেছেন শীতার্ত গরীব দুখী মানুষের জন্য । হাসপাতাল বানানোর ও ঘোষনা দিয়েছেন তিনি ! ভাল কাজ (২) : বাংলাদেশ ও পশ্চিম বাংলা- দুই বাংলার চলচ্চিত্র উন্নয়ন বিষয়ক সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী, পিযুষ, মিশা, শাকিব, কবরী সহ বাংলাদেশের বাঘা বাঘা চলচ্চিত্র কর্মী । ভারত থেকে ছিলেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ, জিৎ সহ আরো অনেকে....গুরুত্বপুর্ণ এ মিটিং এ সবার সামনে তিনি বলেন- "বাংলাদেশী চ্যানেল ভারতে দেখানো উচিৎ। বাংলাদেশী চলচ্চিত্র ভারতে দেখানো উচিৎ !!" জানি না মন থেকে ভাল কাজ গুলো তিনি করেছেন কি না।

তবে লোক দেখানো হলেও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে এম এ জলিল অনন্ত কে ধন্যবাদ জানাই । বলতে চাই - "শাবাস জলিল শাবাস !!" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.