এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই
[হযবরল: এই লেখাটা আপনার ভাবনাকে]
'' মোষ তাড়ানো স হজ নাকি?
মোষের শিংয়ে মৃতু্য বাঁধা
তবু কারা লাল নিশানে উসকে তাকে
চ্যালেঞ্জ ছুঁড়ে?
সাবাস যদি দিতেই হবে সাবাস দেবো তার
ভাংগছে যারা ,ভাংগবে যারা বুনো মোষের ঘাড়"
30 শে জুন । আজ সাঁওতাল বিদ্্রোহের একশো একান্ন বছর । সিঁধু,কানু,চাঁদ,ভৈরব-- চার ভাইয়ের নেতৃত্বে আদিবাসী সাঁওতালরা জেগে উঠেছিল 1855 সালের এদিনে। বিদ্্রোহ করেছিল সাম্রাজ্যবাদী বৃটিশ আর তাদের দোসর স্বদেশী জমিদারদের সম্মিলিত শোষনের বিরুদ্ধে।
সুসজ্জিত সামরিক শক্তির বিরুদ্ধে তীর ধনুকের লড়াই ।
অসম কিন্তুউদ্দিপ্ত এক লড়াই । এ লড়াই চলে টানা দু বছর । নিহত হন অন্ত:ত 30,000 হাজার সাঁওতাল । কানুকে ঝোলানো হয় ফাঁসী কাষ্ঠে।
বৃটিশ বিদেয় হয় ,দেশ স্বাধীন হয়, আদিবাসী সাঁওতালরা তবু পরাধীন থেকে যায়।
পরাধীন থাকে তবু পরাভব মানেনা । আবারো বিদ্্রোহ করে 1951 তে ইলামিত্রের নেতৃত্বে। পাকিস্তান সরকার সে ও বিদ্্রোহ ও দমন করে চরম নিষ্ঠুরতায়।
পাকিস্তানীরা পালায়, দেশ আবারো স্বাধীন , ভূমিপুত্ররা তবুপরাধীন, তবু ভূমিহীন তবুসংখ্যায় লঘু। তবু আলফ্রেড সরেনের পোড়া শরীর ।
শহীদ সিঁধু, কানুর পবিত্র রক্ত যাদের ধমনীতে, বিদ্্রোহ যাদের দেড়শো বছরের পুরনো--- আজ তাদের সালাম আবারো।
[ যারা আরো বিস্তারিত জানতে চান
http://wesanthals.tripod.com/id50.html ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।