আমাদের কথা খুঁজে নিন

   

আমি দেখেছি মানবতার হাতকাটা লাশ !

মানুষ ভুলের ঊর্ধে নয় সংশোধনের পথ ধরেই শুদ্ধতায় পৈৗঁছতে হয়, একে অপরের ভুল ‘শুদ্ধিয়ে’ দিলে তবেই সমাজ ভুলমুক্ত হয় আমি মানবতার লাশ দেখেছি। দেখেছি মানবতা পড়ে আছে মুখ থুবড়ে হাতকাটা লাশ, গলা ছিড়ে বেরিয়ে গেছে রগ আরাকানের মাটি লাল হয়ে গেছে বাতাসে গাড় রক্তের গন্ধ আমি দেখেছি মানবতার লাশ। বুদ্ধদেবের ঠোট আজ এত লাল কেন ? রক্তের গন্ধে চারদিকে উন্মাদনা; প্রলয় উল্লাস প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ছে ওরা কারা? ওরা মানুষের গলা কাটছে কচুকাটার মতো মানবতার বলি দিয়ে শান্তির পূজা? মাথার চুল ফেলে দেয়া কি তবে ঠান্ডামাথায় মানুষ জবাই করার জন্য? সকালে দেখি খবরের কাগজে বিজিবি ফেরত পাঠিয়েছে অসংখ্য নৌযান- শত শিশু-নারী-বৃদ্ধকে ফেরত পাঠিয়েছে ভয়ংকর মৃত্যুর দিকে এই চরম অনিশ্চয়তার কারণ ওরা মুসলমান, বেঁচে থাকতে চায় মুসলমান হিসেবে আর পৃথিবীর যেখানেই মুসলমান মানবতা মরছে সেখানে ধুঁকে ধুঁকে মানবতার লাশ পড়ে আছে মুসলমানের লাশের পাশে ..............।......................।.................... ২২ শে জুন, ২০১২ সকাল ১১:৩৭

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।