আমি সেদিন মিছিলে যাইনি, ঝাঝালো স্লোগানে বাতাস উত্তপ্ত করিনি শুনেছি, শুধু শুনেছি, লোকমুখে, ইতিহাসের পাতায় কিছু বীরদের গল্পগাথা, স্মৃতিসমৃদ্ধ কানায় কানায়। আমি সেদিন লাঠিচার্জের স্বীকার হইনি, বেদম পেটায়নি কেউ আমায় মায়ের কোলে শুয়ে, শুধু চাঁদ দেখেছি, মায়ের আদরে সোনার চামচ মুখে ভয়ে লুকিয়েছি আঁচলের তলায়। আমি সেদিন গুলি খাই নি, গনগন করে রক্ত বেরোয়নি এ বুক থেকে, লুটিয়ে পড়িনি রাস্তায় নেট ঘেটেছি, টিভি দেখেছি, উপন্যাস পড়েছি কিছু সোনার ছেলের নাম মুখস্ত করেছি, সালাম,রফিক,জব্বার,বরকত আমি সেদিন ইতিহাস হইনি, ইতিহাসের সাক্ষীও হই নি, আমি, আমরা, ইতিহাস ভোগ করছি, রক্তে গড়া ইতিহাস, আমরা বেঁচে আছি, কথা বলছি আপন মনে, লাখো বুকের নিঙরে দেয়া লোহিত সূর্যের কথামালা পেয়ে উৎসর্গঃ সকল ভাষা শহীদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।