আমি খেয়াল করে দেখেছি
মনের অজান্তে তোমার জন্য
আমি আজও স্বপ্নফুলে নৈবদ্য সাজাই
তোমর জন্য ধার করি
রাতজাগা পাখির নিদ্রা
তোমার জন্য
আকাশ গঙ্গায় সাঁতরাই কলকলিয়ে
রাতের নির্জনতার মত তুমিও আস
আলতো করে পরশ বোলাও
ঘুমিয়ে থাকা শিশুটির পিঠে
সকল ভদ্রতা ও সামাজিকতাকে পাশ কাটিয়ে
তুমি ভালবাসার কথা বল
বল,তোমার চোখে ফুটে থাকা
অসংখ্য শিমুলে কথা
রাত ভেঙ্গে যখন জেগে উঠি
দেখি তুমিও জাগো
তোমার হাতে একালের ব্রেসলেট
তাতে লেখা আমর নামের আদ্যাক্ষর
আমি পুলকিত হই
যেমন করে পুলকিত হয়
ফুলেরা ফুটতে পেরে
সেই কৈশোরের কোন এক সকালের শেষে
দুপুরের আগে আগে
তোমার ঐ গভীর মুখটি দেখি আমি
দেখি আমার দেখা সকল মুখ থেকে
কেমন সুন্দর ও শুভ্র সে মুখ
দেখি সেই মুখে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য
নিজেকে ধন্য মানি
আষাঢ় আসে বৃষ্টি বাদলা নিয়ে
তুমি আস জীবন ও প্রান নিয়ে
তুমি মৃত্যু ঘুমের কাছাকাছি ঘুমিয়ে থাকা
প্রাণিটিকে জাগাও
তাকে বল বেঁচে থাকতে
তাতে সঞ্চরন কর প্রানের স্পন্দন
তাকে বল,ফুলে ফুলে ভরে থাকা বাগানের কথা
মেঘের কোলে বসতির কথা বল
দুর সীমান্তে যেমন করে হারিয়ে যায় বলাকা
তেমন করে আমাকে হারিয়ে যেতে বল তুমি
তোমার অণুপ্রেরনায় আমি
প্রশান্ত মহাসাগরে কলার ভেলা
ভাসানোর মত দুঃসাহস দেখাই
তোমর চোখের তারায় দেখি অনন্ত আগামী
তোমরা প্রশ্রয়ে
আমি বেড়ে উঠি বাড়ন্ত শিশুর মত
তোমার হাতের স্পর্শ
কানে কানে বলে দেয়
জীবন কত সুন্দর
তোমার হাসিতে ফুটে থাকে
আমার জীবদ্দশায় দেখা শ্রেষ্ট ফুল
তাই তোমার পিছু নিতে
মন ছুটে স্টীমারের বেগে
ভোর ভোর সকালে
তোমার মুখের ভাষা পড়ে নেয় কবিতা
তোমার হাতের লেখায়
খুঁজে পাই ভালোবাসার গন্ধ
তোমার জন্য পৃথিবীতে ফাগুন আসে
তার সমস্ত সৌ্ন্দর্য ও শুভ্রতা নিয়ে
তোমার জন্য নক্ষত্ররাজি রাত জাগে
একথাই আমার কানে কানে
বলেগেছে স্বপ্নদূত
জানো,অনু
আজও তোমার জন্য আমি
মাঝরাতে কথা বলি
ডুবতে যাওয়া চাঁদের সাথে
জিজ্ঞেস করি তোমার কোন বার্তা
তার কাছে আছে কিনা
রাতকে শুধাই তোমার সাথে
কোন কি কথা হয়েছে তার
আজও প্রতিটি সকাল
তোমার প্রতিক্ষায় কাটে
যেমন করে কাটে অন্ধকারের রাত
আমি আজও
অদৃশ্য বাতাসে তোমার চঞ্চলতা দেখি
তোমার চাহনিতে খুজি
বেঁচে থাকার রহস্য
তোমার চোখ ফেরানোতে
দেখি পৃথিবীর রুপ
তোমার সরলতায়
সাদাসিদে নক্ষত্রের জীবনগাথা
তোমার উচ্চারিত প্রতিটি শব্দ
আমার কানে কবিতার মত ঠেকে
কিন্তু সত্যি বলতে কি অনু
স্বপ্ন যেমন অধরা থাকে
তুমিও তেমনি অধরা থেকে যাও সারা জীবনের মত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।