আমাদের কথা খুঁজে নিন

   

আমি দেখেছি



আমি দেখেছি আমি দেখেছি - অসীম শূন্য কোন এক বিন্দু থেকে বিশ্ব স্রষ্টা গড়িছে পৃথিবী মহা অগ্নিকুন্ডের মহা বলয় ছিঁড়ে। কত সমারোহ,কত আয়োজন সাজালেন সব কিছু যেইখানে যাহা প্রয়োজন । কেহ দেখিল না,জানিল না, বুঝিল শুধু প্রতিটি অণু-পরমাণু সৃষ্টির সেরা হবে সৃষ্টি এইখানে, ভয়ে রবে সব নতজানু। আমি দেখেছি - নক্ষত্রে নক্ষত্রে যোজন যোজন দুরত্ব সদা বাড়িছে সব ছাড়ি কি এক মায়ার টানে রহিলো প্রভু সদ্যগড়া সেই গ্রহ মাঝে। আমি দেখেছি - লাখো বছরের অপেক্ষা আর প্রভুর উদ্বেলিত চিত্তে স্বয়ংক্রিয় যন্ত্র চালনার উৎফুল্লতা কোন এক বিশাল বৃত্তে ঘুরিতেছে সব হর্ষ-বিষাদের ছড়াছড়ি, মহা কলরব হায় ! হেসেছিনু সেদিন, শুনেছিনু যবে কলরব শেষে চিড়িয়াদের হিসাবের দিন শুরু হবে পাপ আর পূণ্যে কত মাখামাখি প্রভুর পেয়াদা সব খুলে আছে হিসাবের মস্ত খাতাখানি সৃষ্টিগুরুর ইচ্ছায় সৃষ্টি নড়ে তবুও তার হিসাব হবে একি ভীষণ কথা কত শ্রেণী কত গোত্র কত জাতি আর উপজাতি কেউ হলো গৃহহারা কেউ বা গৃহপতি। আমি দেখেছি - অপার বিস্ময়ে উচ্ছৃঙ্খল পুতুলের দল মগ্ন বিভীষিকা সৃষ্টিতে আর অননুমোদিতরা দেয় অনুমোদন কি ঘটিবে জগতে ভ্রম্যমান প্রভু দেখে আর পুলকিত হয় কি এক অর্থহীন হাসিতে আমি দেখেছি - ধর্ষিতার গায়ে দোররা মারা মাতবর গাহে শান্তির গান ধর্মের পিঠে অধর্ম যেথা খুঁজে ফেরে প্রাণ। প্রভু দেখে আর মিটিমিটি হাসে আর বুক মোর ভরে ওঠে ক্ষোভ আর ত্রাসে কি আর করা ! প্রকৃতির খেলা চোখ বুঁজে চেয়ে থাকি কেটে যায় বেলা। আমি দেখেছি - আমার অস্তিত্বহীন সত্বার ভয়াল কম্পন শুনেছি যেদিন খুনি, ধর্ষক, অসীম বিশৃঙ্খলাকারী, ইহাদের বিচারে হবে আলাদা নাটক মঞ্চায়ন কি দরকার ছিল প্রমাণিত পাপির অগ্নিকুন্ডে নিক্ষেপন ঈশ্বর আদেশে পৃথিবীখানা করিছে যে শাসন ? আমি দেখেছি- সবশেষে আমার নিস্তেজ দেহখানা জিঞ্জির দিয়ে দেয়া আছে জিঞ্জিরটানা হঠাৎ কোন এক শব্দে সম্বিত ফিরে দেখি আমার আমি মহাশূণ্য সাধ্য কার অস্পৃশ্য মোরে বাঁধে গোলামীর জন্য। FH. RIGAN 08.02.10

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।