আর যাই বলেন মশাই, প্রথম আলো ব্যবসাটা ভালো বোঝে ।
একটা উদাহরন দেইঃ পর্ন স্টার সানি লিওন কোন জায়গায় চিক্কুর পারছে, সাউন্ড ইফেক্ট আহ! এর জায়গায় আউউউউউউউউউ করছে এই সব নিউজ দেখবেন প্রথম আলোর বিনোদন পাতার দুই-তৃতীয়াংশ জায়গা জুড়ে থাকে ।
কেন বলেন তো ??
----সোজা কথায় পত্রিকার কাটতি বাড়ানোর জন্য ।
গতকাল হাসনাত আব্দুল হাই "টিভি ক্যামেরার সামনে মেয়েটি" শিরোনামে যে লেখাটি লিখেছেন আমার বিশ্বাস যারা লেখাটি পড়েছেন তারা বুঝতে পেরেছেন ঐ গল্পের নায়িকা হচ্ছেন শাহবাগ আন্দোলনের একজন কর্মী লাকি আক্তার ।
কি পরিমান মানসিক বিকারগ্রস্থ হলে এমন একটি লেখা, লেখা যায় ভাবতে পারেন ??
অথচ এই প্রথম আলোই লাকি আক্তারকে নিয়ে অগ্নিকন্যা, হ্যান-ত্যান শিরোনাম দিয়ে শাহবাগ আন্দোলনের শুরুর দিকে প্রতিবেদন ছাপিয়েছিল ।
হঠাৎ প্রথম আলোর এই পরিবর্তনের কারন কি ?
ঐ যে বললাম ব্যবসা!
তখন শাহবাগের পজিটিভ খবর ছিল ব্যবসার জন্য গরম খবর ।
যেহেতু "আমার দেশ" পত্রিকা বন্ধ হয়ে গেছে সুতরাং তাদের বাজারটা ধরতে হবে না ?!
নাস্তিকতার ট্যাগ আর শাহবাগীদের নিয়া উল্টাপাল্টা লিখলেই তো বাজারটা ধরা সহজ হয়ে যায়!
তাই আজ লাকিদের পেছনে বাঁশ দিতে প্রথম আলোর আটকাবে ক্যান ?
প্রথম আলোর নিজস্ব কিছু বুদ্ধিজীবী (!!) আছে যাদেরকে নিয়ে মাঝে মাঝে মতি মিয়া গোলটেবিল বৈঠক করেন ।
উনারা ধর্ম,দেশ,জাতি-পাতি এই সব নিয়া অনেক জ্ঞানগর্ভ আলোচনা করে থাকেন ।
যেমন-দেশের এই পরিস্থিতিতে সরকার বা বিরোধী দলের কি করা উচিত হ্যান-ত্যান ।
উনাদের নিজেদের কি করা উচিত তার কোন খবর নাই, সরকার আর বিরোধী দলের কি করা উচিত তাই নিয়ে উনারা জ্ঞান দিতে ব্যস্ত!
আবার ধর্ম নিয়ে উনারা বিভিন্ন মতামত দিয়ে থাকেন ।
কিন্তু মজার ব্যাপার হলো উনারা নিজেরাই নাস্তিক!
নাস্তিকেরা আমাদেরকে ধর্ম শেখায় !
এই বুদ্ধিজীবীরাই দেখবেন, দেশের কোথাও একটা কিছু হলেই সংখ্যালঘু এবং ধর্মীয় উস্কানী দিয়ে কলাম লিখতে ব্যস্ত হয়ে পড়েন ।
অথচ রুট লেভেলে খোজ নিয়ে দেখেন, হিন্দু-মুসলিমরা এতটা সৌহার্দ্যপূর্ন ভাবে বাস করে সেটা কখনো তাদের লেখায় পাবেন না ।
একটা হিন্দু মেয়ে যদি ধর্ষনের শিকার হয় তখন প্রথম আলো নিউজ করে সংখ্যালঘু নারী ধর্ষিত!
কিন্তু যখন পরিমল ভিকারুন্নেসা নুন স্কুলের মেয়েটিকে ধর্ষন করেছিল তখন সংখ্যালঘু কর্তৃক শিক্ষার্থী ধর্ষিত এই নিউজ কি করেছিল ??
-----না করেনি ।
টিপাইমুখ বাঁধ নির্মান নিয়ে পুরো দেশবাসি যখন ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তখন প্রথম আলো টিপাইমুখ বাঁধ নির্মানের সুফল নিয়ে নিউজ ছাপিয়েছিল ।
কিন্তু সবাই ভাল করেই জানেন এই টিপাইমুখ বাঁধ নির্মান হলে উত্তরাঞ্চল মরুভুমিতে পরিনত হবে ।
সুযোগ পেলেই ভারতের দালালী করতে ভোলে না এরা!
পিচ্চি মেয়েদেরকে দেখবেন পিচ্চি পিচ্চি অশ্লীল কাপড়ের মডেল বানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয় ।
পিচ্চি বয়স থেকেই এই সব মেয়েরা কি নৈতিক শিক্ষা পাচ্ছে ??
এই প্রথম আলোর কারণেই পারসোনার কানিজ আলমাস ভিডিও কেলেংকারী করেও পার পেয়ে গেছেন ।
ছোট্ট একটা ঘটনাঃ
প্রথম আলোর এক সাংবাদিক অবৈধ ভাবে জমি দখল করে বাড়ি তৈরি শুরু করেছিল ।
যে ব্যক্তির জায়গা তিনি পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ উল্টা ঐ ব্যক্তিকে ধমক মাইরা কইছিল, মিয়া আপনার সাহস তো কম না! আপনি প্রথম আলোর সাংবাদিকের সাথে লাগতে আসেন!!
চিন্তা করে দেখেন প্রথম আলোর সাংবাদিকেরা নিজেদেরকে কি মনে করে ।
আমেরিকার পলিসিও বোঝা যায় যে, তারা কখন কারে বাঁশ দিবে ।
কিন্তু প্রথম আলোর পলিসি বোঝা কঠিনই বটে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।