আসুন অন্যের ভালো সহ্য করতে শিখি প্রাকৃতিক ভাবেই পৃথিবীর প্রতিটি জীব স্বার্থপর।
মানুষের যেহেতু বিবেক বুদ্ধি আছে সেহেতু এই শ্রেণীর জীব নিজের স্বর্থের কল্যানে অন্যান্য জীব শ্রেণীর কল্যান(!) সাধন করে থাকে নানাবিধ প্রক্রিয়ায়।
এই আশ্চর্য শ্রেণীর জীব আবার নিজেদের মধ্যে শ্রেণী বিণ্যাস করেছে নানা ভাবে নানান উপায়ে- যথাঃ জাতিগত, বর্ণগত, ধর্মগত, আরও কত কত অভিনব উপায়ে। নিজেদের স্বার্থ সিদ্ধি যাতে সহজ হয় হয়তোবা এই কারণেই নিজেদের মধ্যে নিজেদের এই ভাগাভাগি।
যাই হোক আমাদের আলোচনার বিষয় ভাগাভাগি নয়, দেশ।
মনুষ্য শ্রেণীর জাতিগত শ্রেণী বিণ্যাসের এক উদাহরণ হলো ধরিত্রী বিভাজন। ৫১০,০৭২,০০০ (একান্ন কোটি বাহাত্তর হজার বর্গ কিলোমিটার) পৃথিবীটা ৭ টি মহাদেশ, ২৪২ টি দেশে বিভক্ত হলো ।
এই ২৪২ টি দেশের মধ্যে ছোট্ট একটি দেশ আমাদের সুজলা সুফলা বাংলাদেশ। দুনিয়ার মাত্র .০২৯% জায়গা ( ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ); {যার আবার ৯.৬% (১৪,১৬৬ বর্গ কিঃ মিঃ প্রায়)জলাশয়} নিয়ে এই পিচ্চি উর্বর দেশটি ধারন করেছে পৃথিবীর মোট জনসংখ্যার ২.০৩% (142,319,000 জন)।
আমার ব্যক্তিগত মতামত অনুসারে এই ২.০৩% হলো তাবৎ জনগনের মধ্যে সবচেয়ে স্বার্থপর (অবশ্যই আমি সহ)।
যারা কিনা ব্যক্তি স্বার্থের জন্য তাদের এই ছোট্ট মাতৃভূমির হেন ক্ষতি নেই যে করতে পারেনা। আবার যখন দেশের জন্য দরদ উতলায়া উঠে তখন হেন ত্যাগ নেই যে এরা স্বীকার করতে পারে না। বাস্তবতা হয়তো এই ভালোবাসার সাময়িক মূল্যায়ন করে, কিন্তু তা দেশের জন্য যতটা মঙ্গল জনক ততটা মঙ্গল উপেক্ষিত হলেও খুব বেশি সমস্যা হবার কথা নয়। কালেভাদ্রে একদিন এক-মহাসমুদ্র ভালোবাসার চেয়ে প্রতিনিয়ত এক চা চামচ ভালোবাসা দেশের জন্য মহাকল্যানকর।
আসুন আমরা একটা পরিসংখ্যান দেখি -
২০১১ আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 142,319,000( চৌদ্দ কেটি তেইশ লাখ উনিশ হাজার)
যার মধ্যে ১৫-৬৪ বছর বয়েসী ৬৪.১% অর্থাৎ ৯১,২২৬,৪৭৯ (নয় কোটি বার লাখ ছাব্বিশ হাজার চারশত ঊনআশি) জন প্রায়।
এদের বয়স ১৫ থেকে ৬৪, মানে হলো এদের বিবেক বুদ্ধি আছে এবং তা পরিপক্ক। এরা ভলো মন্দ বুঝে।
এবার আসুন আসল হিসাবে-
১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিঃমিঃ এ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ আছে ৯ কোটি ১২ লাখ ২৬ হাজার ৪৭৯ জন। সুতরাং ১ বর্গ কিঃমিঃ এ আছে ৬১৮ জনেরও বেশি। ১৮ জন বাদ দেই।
৬০০ জন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যদি প্রতিদিন অন্তত ১ মিনিট করে তার এলাকার ( ১ বর্গ কিঃমিঃ) উন্নয়নের জন্য ব্যয় করে তাহলে প্রতিদিন ৬০০ মিনিট অর্থাৎ ১০ ঘন্টা ঐ এলাকার উন্নয়ন সাধিত হবে।
একটি বার সুস্থ মস্তিস্কে ভাবুন তো ১ বর্গ কিঃমিঃ এলাকায় প্রতিদিন ১০ ঘন্টা করে না হোক ৫ ঘন্টা উন্নয়ন মূলক কাজও যদি হয় তাহলে সেটি উন্নত অত্যাধুনিক এলাকা হতে কত দিন সময় লাগবে? পারলে উত্তর দিন ।
তাহলে ভেবে দেখুন তো আমরা কতটা নিচু শ্রেণীর স্বার্থপর, প্রতিদিন ১৪৪০ মিনিটের মধ্যে ১ টি মিনিট দেশের মঙ্গলের জন্য ব্যয় করতে পারিনা। কত ব্যস্ততা আমাদের। কিসের এই ব্যস্ততা ভাই? কিভাবে তাহলে আমরা অন্যের দোষ খুঁজতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই ? বিবেককে একটি বার প্রশ্ন করুন।
***অন্যের দোষ না খুঁজে আমাদের কি উচিত নয় নিজের ভুল গুলো শুধরে নেয়া?
***দিনে অন্তত ১ টি মিনিট দেশের কল্যানে ব্যয় করলে কি অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের ব্যক্তি স্বার্থের?
আসুন দেশের কল্যানে প্রতিদিন ১ মিনিট সময় দিই, গড়ে তুলি স্বপ্নের বাংলা। গর্বের সাথে চিৎকার করে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
ভুল হয়ে থাকলে করজোরে ক্ষমা চাইছি।
লেখকঃ মোঃ নাদিম হোসেন; স্নাতক ২য় বর্ষ; অর্থনীতি বিভাগ; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
তথ্য সূত্রঃ Bangladesh Bureau of Statistics; Wikipedia
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।