তুমি বল প্রেমের কবি হতে? আমি তো ইহজাগতিক জন্মেই প্রেম ও কামের কবি। আমার পরজন্মের বাসনায় তুমি আমাকে বল হরিণ শাবক হতে, জোছনাস্নাত বালুকায় অস্থির বিচরণ, মায়াবী চোখে ইতি-উতি তাকানো; এবং তুমি কি তখন পু্র্নজন্ম নিবে জোনাকী হয়ে? নাচবে কি তখন মাপা খুরের ছন্দবৃও তালে হরিণ শাবকের সনে? ইহজাগতিক স্বপ্নে নাকি আমি হব কোন মেষবালক? লোমশ কালো বলিষ্ট মেষের পিঠে চড়ে ইতি-উতি তাকানো; কাশবনের বুক চিরে খেলা করতে করতে তুমি আসবে দুরন্ত ষোড়শী, ভেজা জমিনে তুমি একে দিও কিশোরী পায়ের ঘূর্ণিপাক, রচনা করো নতুন অনুভূতির মানচিএ, শিশিরেরা চুমু খাক তোমার পায়ে।। নাকি আমি হব সেই স্বপ্নের রেল চালক? কু-ঝিক-ঝিক শব্দেরা ছুটবে দুরন্ত গতিতে, শুষ্ক পাতারা মর্মর ধ্বনিতে অভিবাদন কি জানাবে এই গতিময় আমাকে? অজস্র না-জানা উওরের চোরাবালিতে; আপাতত হোক না উওর এখন: খোলা বিস্তৃত জমিনের সনেই তুমি আছ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।