ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া "ওই পোড়া মুখি, তুই এই ভাবে আমার নাতিটাকে মেরে ফেললি। তুই একটু সাবধানে রাখতে পারলি না ? বেঁধে রাখতে পারলি
না ? তোর ভাল হবেনা"। এ ভাবেই বলছিল দাদী।
বিয়ের এক বছরের মাথায় ফুট ফুটে একটি বাচ্চা হয়। বাচ্চার বয়স ৩ মাস।
কিন্তু একটু অসাবধানতার কারনে অকালে চলে গেল বাচ্চাটি।
একদিন বাচ্চাকে খাওয়ানোর পর ঘুমিয়ে দিয়েছে। পাশেই ছিল সেলফ। সেলফের উপর রাখা ছিল ৫টি প্যাকেট দুধ। কিন্তু একত্রে বাঁধা না থাকার কারনে, বিড়ালের সামান্য ধাক্কায় প্যাকেট গুলো শিশু বাচ্চাটির উপর পড়ে।
শিশুটি মারা যায়।
নিষিদ্ধ লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।