সত্য ও ন্যােয়ের প্রতীক জার্মানির এক মাইক্রোবায়োলজিস্ট এবং ফ্যাশন ডিজাইনার দুধ থেকে পোশাক তৈরি করেছেন। দুধের প্রোটিন আলাদা করে তা থেকে সুতা বানিয়ে এ পোশাক বুনেছেন তিনি। খবর ডিভাইস ডটকম-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছেন, দুধ থেকে পোশাক তৈরির এ পদ্ধতি উদ্ভাবকের নাম অ্যাঙ্কি ডোমেস্কি। ডোমেস্কি জানিয়েছেন, এ পোশাক তৈরির প্রথমে দুধকে টক দইতে রূপান্তর করা হয়েছে। এরপর টক দই থেকে প্রোটিন আলাদা করে তা শক্ত করা হয়েছে। আর এ উপাদানটি ব্যবহার করে সিল্কজাতীয় বা ক্রিমজাতীয় এ পোশাকটি তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাঙ্কি ডোমেস্কির তৈরি এ পোশাকগুলোর দাম শুরু হয়েছে মাত্র ২০০ ডলার থেকে। আপাতত মেয়েদের পোশাক প্রদর্শনীতে দেখা গেলেও শীঘ্রই দুধ থেকে পুরুষের পোশাক তৈরির কাজে এ গবেষক হাত দেবেন বলেই জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।