আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের এক ধার দুধের দাম

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী ♫♫♪♪♫♪♫♪♪♫♫♪♫♪♪♫♪♫ ♫মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,♫♪ ♫পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না।♫♪ ♫এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো,♫♪ ♫পিতা আনন্দে মাতিয়া, সাগরে ফেলিয়া,♫♪ ♫সেই যে চইলা গেল ফিরা আইল না,♫♪ ♫মায়ের ধরিয়া যতরে, কত কষ্ট করে,♫♪ ♫দশ মাস দশ দিন পরে গেল বেদনা,♫♪ ♫এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো,♫♪ ♫কি বলব প্রসবের ব্যাথা, মা বিনে সেই ব্যাথা♫♪ ♫কেউ তো বুজলনা মা গো,♫♪ ♫মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রান হারায়।♫♪ ♫কেন সে মায়ের ভক্তি রাখনা? আমার মা গো।♫♪ ♫মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,♫♪ ♫পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না।♫♪ ♫এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো,♫♪ বাদ্য যন্ত্র ছারা নারীকণ্ঠে♫♪ পান্থ কানাই কণ্ঠে♫♪ দুইটা গানই ডাউনলোড করে দেখেন, দুই টাই ভালো লাগবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.