পৃথিবীর সবচেয়ে উঁচু দালানটি তৈরি হবে কেবল ৯০ দিনে। অসম্ভব শোনালেও পৃথিবীর সবচেয়ে উঁচু দালানটি তৈরি করবে চীনের কনস্ট্রাকসন কোম্পানি ব্রড গ্রুপ। এ কাজে সফল হলে পৃথিবীর বর্তমান সবচেয়ে উঁচু দালান বুর্জ খালিফার জায়গাটি বেদখল হয়ে চলে যাবে চীনের হাতে। খবর ওয়ার্ডডটকম-এর।
ব্রড গ্রুপের এই বিল্ডিংটির নাম দেয়া হয়েছে ‘স্কাই সিটি ওয়ান’।
২,৭৫০ ফিট উঁচু হবে এটি। আর দুবাইয়ের বুর্জ খলিফা তৈরিতে যে সময় লেগেছিলো তার ২০ ভাগের একভাগ সময়, মাত্র ৯০ দিনেই স্কাই সিটি ওয়ান তৈরির পরিকল্পনা রয়েছে এটির ইঞ্জিনিয়ারদের।
মাত্র ৯০ দিনে এমন একটি আকাশচুম্বী দালান কিভাবে তৈরি সম্ভব এ প্রশ্নের রয়েছে একটি সহজ উত্তর। তা হচ্ছে প্রিফ্যাব্রিকেশন। কনস্ট্রাকশন সাইটে কাজ শুরুর আগেই বিল্ডিংটির কাঠামোর শতকরা ৯৫ ভাগ কাজ আগেই সেরে রাখা হবে।
এর আগেও একই পদ্ধতিতে কাজ করে চীনের চাংসাতে মাত্র ৭ দিনে ১৫ তলার একটি হোটেল বানিয়েছিলো ব্রড গ্রুপ।
http://www.bdagromarket.com/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।