আমাদের কথা খুঁজে নিন

   

সমাজে নারী পুরুষ প্রতিযোগীতা।

পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অবহেলিত। এই সমাজে নারীরা পুরুষদের হাতে শারিরীক এবং মানুষিক ভাবে নিযার্তিত। যে সমাজে নারীরা প্রায়শই মানুষের চাইতে ভোগ্য পন্যের মর্যাদা লাভ বেশী করে। এই কথাগুলো অস্বীকার করার মত শত সাহস অন্ত‍্যত এই সমাজের কোন পুরুষের নেই। এমন সমাজ হবে যেখানে নারীরা নারীদের মত করে চলবে।

তারা কোন বস্র পরে রাস্তায় বের হবে এই বিষয় কেবল নারীদের যেখানে পুরুষে কোন বক্তব‍্য প্রযোজ্য নয়। এই বিষয় গুলোই মনে প্রানে বিশ্বাস করে এসেছি এত দিন বিশ্বাস করে এসেছি নারী স্বাধীনতায়। কিন্তু আজ একটা ঘটনা এই বিষয় গুলো নতুন করে ভাবতে বাধ্য করল। ঢাকার গন পরিবহনগুলো নারীদের জন্য দ্বিতীয় দোযখ খানা। যার মাধ্যমে নারীরা নিরাপত্তার সাথে রাস্তা চলাচল করতে পারে না।

পুরুষের ক্ষুধার্ত চোখ তাকিয়ে থাকে নারীদের বুকের দিকে। হাত নিষ্পেষিত হয় কোমড়ের দিকে। সেই বস্তবতার মাঝে কোন নারী তার বুক দেখানোর জন্য গনপরিবহনে চলা ফেরা করে এবং তার জন্য কোন পুরুষের চোখের আক্রমনে আক্রান্ত হয় এবং তার প্রেক্ষিতে সেই পুরুষ ঐ গনপরিবহনে দশ জনের সামনে লাঞ্ছিত হয় তখন সেই পুরুষের কি করার থাকে। নারীরা কি পরে রাস্তায় বের হবে তা যেমন নারীদের এক্তিয়ার ঠিক তেমন পুরুষেরা রাস্তায় চলতে ফিরতে কোন দিকে তাবে সেটা পুরুষ দের এক্তিয়ার। পুরুষদের সেই তাকানোর দিকটা যদি নারীদের বুক বা কোমড় হয় তবে নারীরা বলার কোন অধিকার রাখে না।

আবার নারীদের দেহ দেখা মাত্রই হাত দেবার অধিকার পুরুষেরা রাখে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.