আমাদের কথা খুঁজে নিন

   

একবার যে রাজাকার চিরকালই সে রাজাকার, ছেলের লাশের সামনেও রাজাকার..।

সাইদী তার ছেলের লাশের সামনে খাড়ায়া চরম বাটপারী করলো! দেলু রাজাকারে আল্লাহ'র ওয়াস্তে ওয়াজের নামে পলিটিকাল শো করতো। তাই সে নিজের পোলার জানাজাটারেও টিভি ক্যামেরার সামনে একখান পলিটিকাল শো বানাইলো। নিজের পোলার জানাজায় গিয়া কিভাবে সে নিজের বিচারের কার্যক্রম টাইনা আনে? আনলো তো আনলো, রাজাকারটায় মানুষের উদ্দেশ্যে মাইক হাতে নিয়া নিজেরে নির্দোষ দাবী করতে গিয়া আসল ধরাটা খাইলো। তার যদি আল্লাহ'র উপরে বিশ্বাস থাকতো। নিজের পোলার লাশটার প্রতি সন্মান থাকতো তাইলে তো বলতো, "আমি ৭১এ কোন অন্যায় করি নাই" অথবা "আমি নির্দোষ" নাইলে বলতো," আল্লা আমি নির্দোষ, কোন অন্যায় করি নাই, তুমি জালিমদের শাস্তি দেও"।

কিন্তু না, সে চোখ বন্ধ কৈরে মাথা ডাইনে বামে ঝাকাইয়া বলে, আমার গায়ে কোন কালি লাগে নাই লাগে নাই! এইটা কেমনতর কথা??? কালি লাগে নাই মানে কি? কালি ছিল কিন্তু হেতের গায়ে লাগে নাই? কেউ লাগাইতে পারে নাই? কালি আছিল কিন্তু তার শরিলে'র সাইড কাইটা গেছে? পরিষ্কার অর্থটা কি? বুঝলেন? এইই হইলো রাজাকার। সারাদিন আল্লা'র নাম নেয় কিন্তু নিজের পোলার লাশ সামনে রাইখা পিছলায়! তার যুদি মনে সৎ সাহস থাকতো তাইলে মরনরে ডরানের কথা না। তারে যুদি অন্যায় বিচার করা হইতো তাইলে আল্লাহ'র কাছে এর প্রতিবাদ কইরা মইরা যাওনের দাবী করতো। বলতো তার ছেলের বদলে কেন আল্লাহ তার জান কবজ করলো না। কিন্তু এগিলা কিচ্ছু না কইরা নিজের ছেলের জানাজায় দাড়ায়া দিগন্ত চ্যানেলের টিভি ক্যামেরা নিয়া একটা নাটক করলো।

এরপর হাসপাতালেও নাটক করলো। আগামীতে আরো নাটক সে করবো বুঝা যায়! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.