(৪১)
ছেলেকে প্লে গ্রুপে ভর্তি না করিয়ে প্রথম বছরের পড়াশুনাটা বাসাতেই করাবো ঠিক করলাম। এখন বাবা-মায়ের যুদ্ধ চলছে ছেলের পড়ালেখা নিয়ে। সপ্তাহে ৫ দিন সলিড পড়াশুনা। ১ দিন রঙীন কাগজ কাটাকাটি। আর শুক্রবার ছুটি।
প্রতিদিন ১ ঘন্টা করে টম-জেরী-এনিমেশন কম্পিউটারে। তবে সমস্যা একটাই... ছেলের সাথে যথাক্রমে ২২ মাস ও ৭ মাসের দুই মেয়েও সমান তালে পড়ালেখা করতে চায়। একেবারে ছোটটা পারলে ভাইয়ার বই-খাতার উপরে উঠে কলম-পেন্সিল নিয়ে টানাটানি শুরু করে দেয়। তাই একজনকে পড়াতে প্রায় সবকিছুই ৩ সেট করে কিনতে হয় বাকীদের সামাল দিতে।
ছেলের A, B, C, D... পর্যন্ত Z বড়হাতের লেখা (ক্যাপিটাল লেটার) মুখস্ত ও লিখা আয়ত্তে এসে গেছে।
এবার তার নাম লেখা শিখালাম। কয়েকবার ইংরেজীতে নিজের নাম লিখার পরে সে হটাৎ বলে উঠল.... আব্বু, আমার নামে A, B, C, D উল্টাপাল্টা কেন! ঠিক করে লিখি?
শুনে আমার পথমেই মনে পড়ল আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রীকে নিয়ে বহুল প্রচলিত একটা কৌতুকের কথা। বিতর্কিত যোগাযোগ মন্ত্রীকে বাধ্য হয়ে বাধ্য হয়ে বদলী কলা হলো আইসিটি মন্ত্রনালয়ে। প্রথম দিন তিনি নতুন অফিসে ঢুকলেন। যেহেতু, আইসিটি মন্ত্রনালয়.... স্বাভাবিক ভাবেই মন্ত্রীর টেবিলে সুন্দরভাবে সাজানো একটি কম্পিউটার।
মন্ত্রী টেবিলে বসে হঠাৎ করেই ক্ষেপে গেলেন। সচিবকে বললেন তক্ষুনি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে আসতে। স্ক্রু ড্রাইভার নিয়ে দরজা বন্ধ করে তুমুল খুটুর-খাটুর শব্দ শুরু করলেন। ঘন্টাখানেক পরে সব থেমে গেলে সচিব ভয়ে ভয়ে রুমে উঁকি দিলেন। মন্ত্রীমশায় একমুখ হাসি গর্বিত ভঙ্গীতে বললেন, কী-বোর্ডের অক্ষরগুলো উল্টাপাল্টা ছিলো ...ঠিকঠাক করে দিলাম...
দেখা যাচ্ছে, ছেলের ভবিষ্যতে আইসিটি মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে।
(৪২)
ছেলের মা ছেলেকে নদীর নাম শিখাচ্ছে.....
ছেলের মাঃ পদ্মা
ছেলেঃ পদ্মা
মাঃ পদ্মা
ছেলেঃ পদ্মা
মাঃ মেঘনা
ছেলেঃ মেঘনা
মাঃ যমুনা
ছেলেঃ যমুনা
মাঃ সুরমা
ছেলেঃ 'সুরমা'.... আম্মু, এইটা কি বড় ফুপী'র নদী?
মাঃ না, নদী তো কারো না। সব নদী আল্লাহর।
ছেলেঃ তাহলে এটার নাম ফুপী'র মতো কেন?
মাঃ এই নদীল নাম অনেক অনেক আগে হয়েছে।
ছেলেঃ আম্মু, 'মুক্তা' নদী কোথায়?
মাঃ মুক্তা নদী তো নেই....
ছেলেঃ নেই কেন? বড় ফুপী'র নদী আছে, ছোট ফুপী'র নেই কেন?
.......(ছেলের মা বাকহারা )
(৪৩)
ছেলেঃ আম্মু, নতুন ফ্রীজ কিনছে কেন?
ছেলের মাঃ ফ্রীজে তোমার জন্যে আব্বু আম রাখবে।
ছেলেঃ আগে পুরান ফ্রীজ কিনছে কেন আব্বু?
মাঃ পুরান কিনে নি।
অনেক আগে কিনেছে। এখন পুরান হয়ে গেছে।
ছেলেঃ তাহলে এখন কিনেছে কেন আবার? লাপটপের মাল্টিপ্লাগ ফ্রীজে লাগিয়েছে। আমি এখন ল্যাপটপে টমেনজেরী কিভাবে দেখবো?
(যে যার স্বার্থ নিয়া ব্যস্ত ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।