আমার এলোমেলো ভাবনা গুলো বড্ড বেসামাল
শুয়রের বাচ্চা বললে যে কারোরই রক্ত গরম হতে পারে। বাচ্চা শুয়োর বললে নাও রাগতে পারে। তবে যদি বরাহ নন্দন বলা হয়- মনে মনে পুলকিত হতেও পারে।
কুত্তার বাচ্চাও নিঃসন্দেহে গালি। কিন্তু এই রকম হলেও কাউকে বাচ্চা কুত্তা বলে সাবধানে থাকা ভাল।
তবে কুত্তার বাচ্চা বা শুয়রের বাচ্চা যা-ই হোক না কেন- ওরা কিন্তু মানুষের বাচ্চার মতই- শিশু। কী সি্নগ্ধ-কোমল। মানুষের সবচেয়ে কাছের এবং বিশ্বস্থ প্রাণীও কিন্তু এই কুকুর।
তবে মনটা খারাপ হয়ে যায় যখন সিটি কর্পোরেশন স্বার্থপরের মত নির্দয়ভাবে ওদরকে হত্যা করে। বেওয়ারিশ নাম দিয়ে মনুষ্য সভ্যতায় কুকুরের অবদানকে অস্বীকার করে।
জানি ওদের জন্য তেমন কিছু করতে পারব না। সহানুভূতি অন্তত প্রকা করতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।