ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে
আমি আর আমার বন্ধু পুকুরে গোসল করতে তিনতালা থেকে নামতেছিলাম, এক বড় ভাই আর আমার এক বন্ধু বলল, ফি আমানিল্লাহ, আসা করি আবার দেখা হবে। আমরা কিছু বুঝলাম না। পরে জানতে পারলাম পুকুর পাড়ে বর সাপ দেখা গেছে।
তারপর ও আমি ভয় পাই নাই কারন মাঝে মাঝেই সাপ দেখা যায়। আমার বব্ধু খুব ভয় পাচ্ছিল।
তবু তাকে জোর করে নিয়ে গেলাম।
প্রতিদিনের মত আজকেও সাঁতরে মাঝপুকুরে যাওয়ার পর হটাত করে নিজের ভিতরে মৃত্যু ভয় চেপে বসল কোন কারন ছাড়া।
অবাক করা বিষয় আমার লুঙ্গি এর বন্ধন ঢিলা হয়ে গেল, এটা তেমন কোন বিষয় না। সাঁতার কাটা অবস্তাতেই তা বাধা যায়। হটাত পিয়াল এর কথা মনে পড়ল।
বছর খানেক আগে আমাদের এক জুনিয়র সাতার কাটতে গিয়ে মারা যায় এখানেই।
তবুও সাঁতার কেটে অপর পাড়ে গেলাম। আবার ফিরে আসার সময় মনে হল আমার বাম পায়ের পেশীতে টান পড়ছে যা মাঝ পুকুরে মারাত্তক খারাপ। তখন বাম পা না নড়িয়ে সাতার কেটে এই পাড়ে চলে আসলাম। তখন আবার স্বাভাবিক পা।
বুঝলাম প্রথমে সাপের খবরে ভয় না পেলেও মাঝপুকুরে বন্ধুর ভয় আমার ভিতর সংক্রামিত হয়েছিল।
পাড়ে পৌঁছে শুনতে পেলাম,আমার সেই বন্ধু আর জুনিয়র দের সাপ নিয়ে আলোচনা। ছোট ভাই বোকার মত বলল, ভাই বাঘের সামনে পড়লে যুদ্ধ করে বাচার চাঞ্চ আছে কিন্তু সাপের ক্ষেত্রে নাই। বাঘের সামনে থেকে বাচলে সবাই বলত বাঘের বাচ্চা।
আমি বললাম, সাপের সামনে থেকে বাঁচলে সবাই তোকে বলবে, সাপের বাচ্চা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।