আমাদের কথা খুঁজে নিন

   

বিখ্যাতদের রঙ্গরস

এ শহর ছেড়ে আমি পালাব কোথায় হিটলার রাজত্বকালে ইহুদি বিদ্বেষের কারণে আইনস্টাইন পালান আমেরিকায়। আইনস্টাইনের দেওয়া আপেক্ষিকবাদ তত্ত্ব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এ নিয়ে আইনস্টাইনকে প্রশ্ন করলে তিনি বলেন, আমার আপেক্ষিক তত্ত্ব সত্য হলে জার্মানরা বলবে, আমি জার্মান আর ফ্রেঞ্চরা বলবে আমি বিশ্ব নাগরিক। যদি ভুল প্রমাণিত হয় তবে ফ্রেঞ্চরা বলবে আমি জার্মান আর জার্মানরা বলবে আমি ইহুদি। হিটলার পরিচালিত নাৎসিরা যখন নিষ্ঠুরভাবে ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করছে এটা তখনকার গল্প : বার্লিনে ছদ্মবেশী হিটলার ঘুরছিলেন।

এক সময় পা পিছলে সাঁতার না জানা হিটলার রাইন নদীতে পড়ে যান। তার চিৎকার-চেঁচামেচিতে পাশ থেকে একটি বালক এসে তাকে টেনে তীরে তুলল। হিটলার ছেলেকে বললেন তোমার নাম কি? ছেলেটি নাম বলতেই হিটলার বললেন তার মানে তুমি ইহুদি। আর আমি হিটলার। অতঃপর হিটলার প্রাণ বাঁচানোস্বরূপ ছেলেটিকে বললেন, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব, বল তুমি কি চাও? ছেলেটি বলল, একটাই অনুরোধ শুধু আমার বাবাকে জানাবেন না যে আমি আপনাকে বাঁচিয়েছি।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।