রিচার্ড শেরিডন ছিলেন অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত আইরিশ নাট্যকার ও থিয়েটার ম্যানাজার । একবার তিনি নতুন একজোড়া বুটজোতা পায়ে দিয়ে বেরোলেন । তা দেখে তার বন্ধু বান্ধবেরা রীতিমতো অভিভূত । শেরিডন বন্ধদের উদ্দেশে বললেন । বল দেখি আমি এই বুটজোড়া কীভাবে পেয়েছি ? বন্ধুরা একেকজন একেক কথা বললেন কিন' কোনোটাই ঠিক হেলো না । শেষে শেরিডন নিজেই বললেন । তোমাদের কার অনুমানই ঠিক হয়নি । আমি বুটজোরা কিনেছি এবং দাম ও পরিশোধ করিছি ॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।