বৃটিশ নারী লেসলি ব্রাউন, যিনি বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি’র মা হয়েছিলেন, তিনি আর নেই। পারিবারিক সূত্রে বলা হয়েছে, গত ৬ই জুন ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৭৮ সালের ২২শে জুলাই ইন-ভাইট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা টেস্টটিউব পদ্ধতিতে একটি কন্যা-সন্তানের মা হন ব্রাউন। নাম রাখেন লুইস ব্রাউন। অসুস্থ হয়ে পড়ায় ব্রিস্টলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লেসলিকে।
সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। গতকাল পারিবারিকভাবে লেসলি ব্রাউনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। কন্যা লুইস ব্রাউন বলেন, মা ছিলেন বেশ শান্তশিষ্ট ও চুপচাপ স্বভাবের। আমরা মাকে খুব মিস করছি। তাকে আমরা গভীর ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।