আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের দ্বার

আমাকেই বার বার হতে হয় নত আর সবে হাসে নাচে, করে খিল খিল এই বুকে ব্যথা হয়, জমা হয় ক্ষত তবু খোঁজে ভালবাসা আমার এ দিল। চলে যাই হার মেনে, হই পরাজিত এই খানে বার বার ঘটে থাকে মিল; ‘নয় কেন ছয় হবে, তাল কেন তিল?’ প্রশ্নটা শুনে আর হই নাকো ভীত! তারপরও খঁজে ফিরি স্বপ্নের নীড় পুরোপুরি হইনিতো কভু দিশেহারা; বুকে ব্যথা জমে হয় পাথরের ভীড় মুছে ফেলি নয়নের নোনা জল ধারা। ঘুরে ফের দাঁড়াবোই ঠিক এইবার সহসাই খুলে যাবে বিজয়ের দ্বার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।