আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্র বিজয়ের আগে

চাঁদে পৌঁছাতে কম কাঠখড় পোড়াতে হয়নি বিজ্ঞানীদের। নভোচারীদের যান রকেটকেই নিয়ন্ত্রণ করা শুধু নয়, উদ্দেশ্য সাধনে সফল হওয়াটাও একটি বড় বিষয়। চাঁদে পেঁৗছাতে অনেক অভিযানই তাই আলোচনা থেকে হারিয়ে গেছে শুধু চাঁদের বুকে নামতে না পারার জন্য। চাঁদে সফল অভিযান করার আগে তথ্য সংগ্রহের জন্য অনেক অভিযান পরিচালনা করেছে নাসা। অনেকেই বলে থাকেন ব্যর্থ অভিযানগুলো নিয়ে কখনোই বেশি তথ্য সবার সামনে আনেনি তারা।

তবু কিছু অভিযানের কথা উল্লেখ করার মতো।

Pioneer-4 (সোভিয়েত ইউনিয়ন)

এটা ছিল প্রথম মহাকাশযান যা বহির্জাগতিক কোনো স্থানে অবতরণে সক্ষম হয়। এটি চাঁদের কেনো চৌম্বকক্ষেত্রের সন্ধান লাভ করতে পারেনি।

Ranger-7  (মার্কিন যুক্তরাষ্ট্র)

সফলভাবে উচ্চমানের ৪,৩০৮টি ছবি পাঠাতে সক্ষম হয়।

Luna-9 (সোভিয়েত ইউনিয়ন)

প্রথম মহাকাশযান যা বহির্জাগতিক কোনো পৃষ্ঠদেশে নিয়ন্ত্রিতভাবে অবতরণে সক্ষম ছিল।

এটি চাঁদের বেশ কিছু ছবি পৃথিবীতে পাঠায়।

Luna-10 (সোভিয়েত ইউনিয়ন)

বহির্জাগতিক কোনো কক্ষপথে সফলভাবে পেঁৗছানো মহাকাশযান হিসেবে প্রথম স্থানে রয়েছে। কক্ষপথে থাকা অবস্থায় এটি চাঁদের তেজস্ক্রিয়তার সীমা, মহাজাগতিক রশ্মির তীব্রতা এবং চাঁদের দুর্বল চৌম্বকক্ষেত্রের পাঠ নেয়। প্রায় দুই মাস ধরে (৩০ মে, ১৯৬৬ পর্যন্ত) ৪৬০ বার এটি চাঁদকে প্রদক্ষিণ করে এবং তথ্য সরবরাহ করে।

Orbiter-1

সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপন (মার্কিন যুক্তরাষ্ট্র)

এটি সফলভাবে চাঁদের কক্ষপথে জায়গা করে নেওয়ার পর চাঁদের পৃষ্ঠের প্রায় দুই মিলিয়ন মাইল পর্যন্ত উচ্চমানের ছবি পৃথিবীতে পাঠায়।

যার মধ্যে সম্ভাব্য অ্যাপোলো যানের অবতরণের ক্ষেত্রের ছবিও ছিল। ৭৭ দিনে এটি চাঁদকে ৫২৭ বার প্রদক্ষিণ করার পর চন্দ্রপৃষ্ঠে বিধ্বস্ত হয়, যা ছিল পূর্বনির্ধারিত। কারণ চাঁদের কক্ষপথে থেকে অ্যাপোলো অভিযানকে যাতে এটি বাধাগ্রস্ত করার সুযোগ না পায়।

Luna-11 (সোভিয়েত ইউনিয়ন)

এই যানটিকে নতুন প্রযুক্তি সম্পর্কে পরীক্ষার জন্য নকশা করা হয়েছিল। যা ২৭৭ চাঁদকে প্রদক্ষিণ শেষে ১ অক্টোবর ১৯৬৬ তারিখে মিশন শেষ করে।

Luna-12 (সোভিয়েত ইউনিয়ন)

এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা এবং এটি সফলভাবে তা সম্পন্ন করে। এটি ১,১০০ ছবি তুলতে সক্ষম হয়। এটি ৬০২ বার চাঁদকে প্রদক্ষিণ শেষে ১৯ জানুয়ারি, ১৯৬৭ তারিখে মিশন শেষ করে।

Lunar Orbiter-2 (মার্কিন যুক্তরাষ্ট্র)

এটি সফলভাবে চাঁদের কক্ষপথে জায়গা করে নেওয়ার পর থেকে মিশনকালীন সময়ে চাঁদের ৮০০ ছবি তোলে। যার মধ্যে তির্যকভাবে তোলা ক্যাটার ছবি ছিল, যেটিকে শতাব্দীর সেরা ছবি হিসেবে নির্বাচিত করা হয়।

Luna ১৩

চাঁদে অবতরণে সফল মিশন (সোভিয়েত ইউনিয়ন)

উৎক্ষেপণ : ২১ ডিসেম্বর, ১৯৬৬

কক্ষপথে পোঁছে : ২৫ ডিসেম্বর, ১৯৬৬

Luna ১৩ চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে এবং মাটির ঘনত্ব ও তেজস্ক্রিয়তার পরীক্ষা চালায়। এটি ৩০ ডিসেম্বর, ১৯৬৬ তারিখে মিশন শেষ করে।

Lunar Orbiter 3- (মার্কিন যুক্তরাষ্ট্র)

কক্ষপথে পৌঁছে : ৮ ফেব্রুয়ারি, ১৯৬৭, ৯ অক্টোবর, ১৯৬৭ তারিখে এটি পূর্ব নির্ধারিতভাবেই চন্দ্রপৃষ্ঠে বিধ্বস্ত করা হয়।

Surveyor 3-(মার্কিন যুক্তরাষ্ট্র)

চাঁদে অবতরণ : ২০ এপ্রিল, ১৯৬৭

এটি চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে এবং চাঁদের ৬,৩০০ এরও বেশি ছবি তোলে।

Lunar Orbiter 4
সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপন (মার্কিন যুক্তরাষ্ট্র)

Lunar Orbiter ৪ প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুর ছবি তুলতে সক্ষম হয়।

এটি চাঁদের কক্ষপথে থাকা অবস্থায় আট মাস ধরে ছবি তুলেছে। এটিও পূর্ব নির্ধারিতভাবেই চন্দ্রপৃষ্ঠে বিধ্বস্ত করা হয়।

Lunar Orbiter 5

সফলভাবে চাঁদের কক্ষপথে স্থাপন (মার্কিন যুক্তরাষ্ট্র)

আগের পরিচালিত বিভিন্ন মিশনের তথ্য একত্রিত করে এটি চাঁদের প্রায় ৯৯ ভাগ ম্যাপ তৈরি করে। পরিকল্পনা আনুসারে ৩১ জানুয়ারি, ১৯৬৮ তারিখে চন্দ্রপৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার মাধ্যমে এর মিশন শেষ হয়।

Surveyor 5
 

সফলভাবে চাঁদে অবতরণ (মার্কিন যুক্তরাষ্ট্র)

ছিদ্র দিয়ে হিলিয়াম গ্যাসের নিঃসরণের মারাত্দক ত্রুটি থাকা সত্ত্বেও এটি চাঁদে সফলভাবে অবতরণ করে।

Surveyor 6-(মার্কিন যুক্তরাষ্ট্র)

এটি ছবি ও মাটির নমুনা সংগ্রহ করে। এর পরে ১৭ নভেম্বর তারিখে পৃথিবী থেকে এটিকে নিয়ন্ত্রণ করে পুনরায় উড্ডয়ন করানো হয় এবং ৩ মিটার দূরে অবতরণ করানো হয়। তখন এটি আগের অবতরণকৃত স্থানের ছবি তোলে। এ পরীক্ষাটি চালানো হয় চাঁদের পৃষ্ঠ সম্পর্কে ধারণা লাভ করার জন্য। অর্থাৎ অবতরণের কারণে পৃষ্ঠে কোনো গর্তের সৃষ্টি হয় কিনা।

কিন্তু পৃষ্ঠে কোনো পরিবর্তন দেখা যায়নি, এর দ্বারা ধারণা করা হয় চাঁদের পৃষ্ঠ কঠিন। ১৪ ডিসেম্বর, ১৯৬৭ তারিখে এর সঙ্গে পৃথিবী থেকে সর্বশেষ যোগাযোগ হয়।

Surveyor 7

সফলভাবে চাঁদে অবতরণ (মার্কিন যুক্তরাষ্ট্র)

মহাকাশযানটির যান্ত্রিক হাতল দ্বারা চাঁদের পাথরের ওজন পরীক্ষা করা হয়। মিশনটি ২১ ফেব্রুয়ারি, ১৯৬৮-তে শেষ হয়।

Luna 14
 

চাঁদের অবতরণে সফল মিশন (সোভিয়েত ইউনিয়ন)

এ মিশনে চাঁদের ছবি সংগ্রহ এর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের ওপর গবেষণা চালানো হয়।

Zond 6
 

চাঁদ পরিভ্রমণ এবং পুনরায় ফিরে আসা সফল মিশন (সোভিয়েত ইউনিয়ন)

চাঁদে নভোচারী পাঠানোর জন্য সর্বশেষ পরীক্ষা হিসেবে সোভিয়েত ইউনিয়ন Zond ৬ অভিযান পরিচালনা করে। পৃথিবীর কক্ষপথ ত্যাগ করার দুই দিন পরে এটি চাঁদের কক্ষপথে পেঁৗছে এবং ছবি তোলে। পুনরায় পৃথিবীতে ফিরে এসে ভারত মহাসাগরের বুকে অবতরণ করে।

Apollo 8 সফলভাবে চাঁদের কক্ষপথে পরিচালিত মনুষ্যবাহী মিশন (মার্কিন যুক্তরাষ্ট্র)

সর্বপ্রথম নভোচারী যারা পৃথিবী ত্যাগ করে চন্দ্র ভ্রমণ সম্পন্ন করেন। চাঁদকে ১০ বার প্রদক্ষিণ শেষে Apollo ৮ ২৭ ডিসেম্বর, ১৯৬৮ তারিখে পৃথিবীতে ফিরে আসে।

Apollo 10-(মার্কিন যুক্তরাষ্ট্র)

চাঁদের কক্ষপথে থেকে চাঁদে অবতরণের ব্যাপারে পরীক্ষা চালান। প্রশান্ত মহাসাগরে এটি ২৬ মে, ১৯৬৯ তারিখে অবতরণ করে।

Apollo 11 প্রথমবারের মতো চাঁদে মানুষের অবতরণ, সফল মিশন (মার্কিন যুক্তরাষ্ট্র) এই স্মরণীয় মিশনে অংশ নেন। তারা চাঁদের বুকে বিভিন্ন পরীক্ষা চালান এবং ২০ কেজি নমুনা সংগ্রহ করেন। এটি ২৪ জুলাই, ১৯৬৯ তারিখে পৃথিবীতে ফিরে আসে এবং প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।