স্বপ্নবিক্রেতা আজ বিজয় দিবস। সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।
তোমাকে খুঁজে পাই অজস্র কবিতায়
তোমাকে-
খুঁজে ফিরি অসংখ্য চোখে!
হে দেশপ্রেম,
তোমাকে খুঁজে পেতাম
একটা শিশুর কন্ঠ্যে,
'আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে';
তোমাকে খুঁজে পেতাম
স্টেনগান হাতে এক অপরিচিত সাধারণ যুবকের দৃঢতায়,
অনাগত সন্তান একখন্ড স্বা্ধীন জমিতে খেলবে বলে।
তোমাকে খুজে পেতাম
অনেক কষ্টে ফ্রিকোয়েন্সি মিলিয়ে একটি ফুলকে বাচানোর গল্প শুনতে।
হে দেশপ্রেম,
তোমাকে খুঁজে পেতাম
দুর্বলচিত্তের! এক মায়ের মাঝে।
সন্তান হারানোর ভয়ে কাতর।
'রুমী এত কম বয়স তোর, পৃথিবীর কিছুই তো জানলি না। '
মায়েরা এমনি।
মা এখনো কাঁদে-
মার কি গর্ব হয় না ?
তোমাকে এখন কেউ খুজে বেড়ায় না।
এখন-
তোমাকে খুজে পাই প্রবন্ধ-গল্পে
তোমাকে খুজে পাই মিথ্যা বক্তব্যের ফুলঝুরিতে
তোমার সন্ধান পাই ছাপার অক্ষরে।
হে স্বদেশ, আজ কেউ তোমাকে ভালবাসে না।
হে স্বাধীনতা, আজ তুমি অবহেলিত।
বিজয়, এখনো তুমি অসম্পুর্ণা।
হঠাৎ দূর থেকে যেনো ভেসে এলো
'আমি ভালবাসি',তারপর
'আমিও ভালবাসি', 'আমিও'।
এক ঝাঁক মানুষের গুঞ্জন, রাতের অন্ধকার চিড়ে-
এখন সকাল, নিত্যকার কাকডাকা সকাল,
কে যেনো চিৎকার করল,"তোমাকে ভালবাসি বাংলাদেশ"।
আমি, না না আমরা-
আমরা ঘুমের ঘোর ভেঙ্গে গলা মিলালাম নতুন স্বপ্নের বুননে-
স্বদেশ, তোমাকে ভালবাসি;
স্বাধীনতা, তুমি আমার অহংকার।
তোমাকে খুঁজে পাই অজস্র কবিতায়
তোমাকে-
খুঁজে ফিরি অসংখ্য চোখে!
হে দেশপ্রেম,
তোমাকে খুঁজে পেতাম
একটা শিশুর কন্ঠ্যে,
'আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে';
তোমাকে খুঁজে পেতাম
স্টেনগান হাতে এক অপরিচিত সাধারণ যুবকের দৃঢতায়,
অনাগত সন্তান একখন্ড স্বা্ধীন জমিতে খেলবে বলে।
তোমাকে খুজে পেতাম
অনেক কষ্টে ফ্রিকোয়েন্সি মিলিয়ে একটি ফুলকে বাচানোর গল্প শুনতে।
হে দেশপ্রেম,
তোমাকে খুঁজে পেতাম
দুর্বলচিত্তের! এক মায়ের মাঝে।
সন্তান হারানোর ভয়ে কাতর।
'রুমী এত কম বয়স তোর, পৃথিবীর কিছুই তো জানলি না। '
মায়েরা এমনি।
মা এখনো কাঁদে-
মার কি গর্ব হয় না ?
তোমাকে এখন কেউ খুজে বেড়ায় না।
এখন-
তোমাকে খুজে পাই প্রবন্ধ-গল্পে
তোমাকে খুজে পাই মিথ্যা বক্তব্যের ফুলঝুরিতে
তোমার সন্ধান পাই ছাপার অক্ষরে।
হে স্বদেশ, আজ কেউ তোমাকে ভালবাসে না।
হে স্বাধীনতা, আজ তুমি অবহেলিত।
বিজয়, এখনো তুমি অসম্পুর্ণা।
হঠাৎ দূর থেকে যেনো ভেসে এলো
'আমি ভালবাসি',তারপর
'আমিও ভালবাসি', 'আমিও'।
এক ঝাঁক মানুষের গুঞ্জন, রাতের অন্ধকার চিড়ে-
এখন সকাল, নিত্যকার কাকডাকা সকাল,
কে যেনো চিৎকার করল,"তোমাকে ভালবাসি বাংলাদেশ"।
আমি, না না আমরা-
আমরা ঘুমের ঘোর ভেঙ্গে গলা মিলালাম নতুন স্বপ্নের বুননে-
স্বদেশ, তোমাকে ভালবাসি;
স্বাধীনতা, তুমি আমার অহংকার।
সবাইকে আবারও মহান বিজয়ের শুভেচ্ছা। আসুন দেশকে ভালোবাসি। দেশটাকে নিয়ে ভাবি। রক্তঝরা বিজয়কে যথাযোগ্য মর্যাদা দেই আমাদের ভাল কাজের মধ্য দিয়ে।
কারন, the time for justice, the time for freedom, and the time for equality is always, is always right now! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।