আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের গান

সাহিত্য লেখক ডুবেছিল যেই স্বাধীন সূর্য পলাশীর প্রান্তরে দু'শ বছরের আঁধার ঘুচায়ে ছিনিয়ে এনেছি তারে। ৭২'এর ১৬ই ডিসেম্বরে,১৬ই ডিসেম্বরে। । অন্ধকারের জেলের তালা পরাধীন জিঞ্জীর ভাঙিয়া ফেলেছে বজ্র আঘাতে- বাংলার মহাবীর। রক্তেস্নাত সূর্যরে দেখে সালাম করেছে তারে- ৭১ এর ১৬ই ডিসেম্বরে - ১৬ই ডিসেম্বরে ।

। পাকিস্তানে হায়নার দল, চেয়েছে পরাতে শত শৃঙ্খল। তাদের হিংস্র নখর মুচড়ে দিয়েছি সব শৃঙ্খল ছিড়ে-। ৭১' এর ১৬ই ডিসেম্বরে -১৬ই ডিসেম্বরে। ।

শেকল কাঁটা পাখির সুখ বেদনা জড়িত হাসি, লাখ শহিদের রক্ত স্রোতে হানাদার গেছে ভাসি। বিশ্ব শুনেছে নুতুন বারতা নিয়েজির সেই উন্নত মাথা লুটায়ে পরেছে মাটির ধুলায় রমনার প্রন্তরে। ৭১ 'এর ১৬ই ডিসেম্বরে- ১৬ই ডিসেম্বরে। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।