চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর
পিঁর চাহেব দেওয়ানবাগ শরিফের মালিক হুজুড় দেওয়ানবাগীর আন্তরিক প্রচেষ্টায় এখন আমরা উট সমৃদ্ধ জাতী। হুজুর বাংলার জমিনে যেভাবে আরবের উট পয়দা করছেন নিকট অতীতে হয়ত আমরা গার্মেন্টস পণ্যের মত বিদেশে উটও রফতানি করতে পারবো। মুলত স্বপ্নের শুরু হয় ২০০৪ সালে। হুজুর একদিন স্বপ্নে দেখেন তিনি উট হয়ে গেছেন। এরপর তিনি তখন দক্ষিণ কমলাপুরে দেওয়ানবাগ শরীফের বাবে মদীনা কমপ্লেক্সের ভেতরে দুই বিঘা জমির ওপর প্রতিষ্ঠা করেন একটি উটের খামার।
বর্তমানে দেওয়ানবাগ হুজুড়ের প্রতিষ্ঠা করা দেশের একমাত্র উটের খামারটি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে। এখান থেকে আপনি প্রত্যহ উটের দুধ সংগ্রহ করতে পারবেন। এছাড়া গত কোরবানিতে হুজুড় কোটি কোটি টাকা কামিয়েছেন উট বিক্রি করে। এবার হুজুড়ের আশা তিনি কয়েক কোটি টাকার উট বেচতে পারবেন। আসুন হুজুড়ের উঠের জন্য দোয়া করি।
হুযুরও যেন উটের মত শরীর নিয়ে কোরবানীর বাজারে বিক্রি হয়ে যান সে কামনাও করি।
***সত্য ঘটনার সাথে সামান্য রং মেশানো হয়েছে।
ছবিঃ হারুন/বাংলানিউজ২৪ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।