আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ড দেওয়ানবাগী পীর থেকে দূরে থাকুন



হযরত আলী (রা) একবার মহানবী (সা) এর কাছে গিয়ে বললেন , "হে রাসূল , কৃঞ্চের বাঁশি আমার কাছে বিরক্ত লাগে । আমার ধ্যানে সমস্যা হয় । আমি তাকে হত্যা করতে চাই । " মহানবী (সা) জবাব দিলেন , "ঠিক আছে ,তবে হত্যা করার আগে তার পাগরী টা খুলে দেখে নিও । " তারপর হযরত আলী (রা) যখন কৃঞ্চের পাগরী খুলে তখন দেখতে পান যে কৃঞ্চই হচ্ছেন রাসূল (সা) ।

উপরের কথাটুকু আমার না । কিছুদিন আগে দেওয়ানবাগী পীরের মুরিদের সাথে দেখা হয়ছিল ,সে বলছে । এঘটনা কোথায় পেয়েছেন ,এমন প্রশ্নের জবাবে সে বলেছিল , কোন এক আমলে (নাম ভুলে গেছি) ইসলামের শত্রুরা ছিল ক্ষমতায় । তখন তারা ইসলামের সব নিয়ম পাল্টে দিয়েছে । অর্থাত্‍ এখন দেওয়ানবাগীরা ইচ্ছামত হাদীস বলবে এবং রেফারেন্স চাইলে বলবে সব ধ্বংস হয়ে গেছে ।

আপনারা এইসব ভন্ড পীর ,ফকির দের কাছ থেকে দূরে থাকুন । ইসলাম কে সঠিকভাবে জানুন । 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।