কেউ মুক্তচিন্তা করে সঠিক পথ খুঁজে পায়, আর কেউ হয় পথভ্রষ্ট। বাবারা, বুদ্ধিজীবীর খেতাবের লোভে মুক্তচিন্তা করলে সব হবে নষ্ট... বড় আশ্চর্যজনক বস্তু এই সাংঘাতিক...সত্য কথা বললে নাকি এদের পেটের ভাত আর হজম হয় না...... মিথ্যাচারের উপর যদি কোন নোবেল প্রাইজ থাকত তাহলে সেটা প্রতিবছরই বিভিন্ন দেশের বিভিন্ন সাংবাদিকই অর্জন করত....আর বাংলাদেশও তার নাম উজ্জ্বল করতে পারত এক যুগে সাত-আট বার..নো ডাউট.. মনের মাধুরি মিশিয়ে মিথ্যা বলার এই অভ্যাস সাংবাদিকেরা লালন করে আসছে যুগ যুগ ধরে....সাংবাদিকদের এই শিল্প টিকে আছে বলেই এখনো টিকে আছে মিডিয়া..আমাদের জাতীয় জীবনেও এর কল্যাণ ভোগ করছে অবিরত....অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সাধুবাদ জানাই। সাংঘাতিকদের জয় হোক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।