সবুজের সন্ধানে সমুদ্র ঢেউয়ে
দরজা বন্ধ
জানালায় শর্শিটা আলতো করে ভেজানো
মনে হয় রান্না ঘরে কেউ
পরম যতনে গরুর গোস্ত ভুনা করছে...।
এদিক ওদিক কোথাও কেউ নেই...
বারান্দার ছোট্ট টেবিলে এক কাপ ধুমায়ীত তরল
অপেক্ষায়... কারও চুম্বনের।
এখন কি সকাল?
দূপুর?? নাকি সন্ধ্যা??
ঘোলাটে চোখে তাকিয়ে হাজার বছরের বিষন্নতার ছায়া।
কারো পদধ্বনিতে চকিত চমক।
স্পৃহাত সাগরের গোঙ্গানী শোনা যায়
ও----ই---যে দূর বঙ্গোপসাগরের তলানী থেকে...
আহত গাংচীল মরার আগে নোনা পানি ঠোটে
অভিশাপ দেয় বারে বারে।
ডুবে যায়... ভাগ্যাহত জাতির মত...
সব স্বপ্নের শেষে নিরব নামে নিঝুমের ডানায়...
ডুবে যাওয়া জাহাজের বারান্দায় শিশুদের অস্পষ্ট কোলাহলে...
মনে হয় নয়মাসের কোনো নবজাতক-
এখনো চিৎকার করে কাঁদে...
পানির নিচে খেলাকরে নৈশ্যব্দ
আর জলজ প্রাণীর রিনুঝিনু অদ্ভুতুরে কিছু...
মনে হয় কিছু রান্না হচ্ছে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।