আমি জাতির আধার রাতের আলো... হাল যামানার আমাদের দেশের অনেক মুফতী-মাওলানা-মুফাসসীরে কুরআন আছেন যারা হটে-মাঠে-ঘাটে যেখানেই যায় এমনকি কথিত প্রগতিবাদীদের মিটিং-সমাবেশ হয়ে থাকে সেখানেও ধর্মব্যবসায়ী মাওলানারা দাওয়াত গ্রহণ করে তাদের ধর্মব্যবসায়ী মন-মানসিকতার কারণে তাহারা তাদের ওয়াজ-নছিহতগুলোতে ইহুদী-খ্রিস্টানদের প্রশংসা করে থাকে এবং মুসলমানদের ঈমান ও আমল বরবাদ করার জন্য বিভ্রান্তিমূলক যত সব কথা তথা ওয়াজ-নছিহত করে থাকে। যেমন পবিত্র শব-ই-বরাত এলে জুমুয়ার খুতবায়, কিংবা টিভি চ্যানেলে ও ওয়াজ মাহফিলে বলে থাকে যে- ‘সারা বছর ইবাদত-বন্দেগী না করে শবে বরাত পালন করে লাভটা কী? নাঊযুবিল্লাহ! আবার কেউ কেউ বলে যে- ‘শবে বরাত-এর ভিত্তিই তো কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এ পাওয়া যায় না। নাঊযুবিল্লাহ!
অথচ সূরা “দু-খান এবং ছিহাহ ছিত্তাহর হাদীছ শরীফসহ অসংখ্য হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে ভাগ্য রজনী পবিত্র শবে বরাত-এর আমল ও ফযীলতের কথা। সুতরাং ‘শবে বরাত-এরই তো ভিত্তি নেই’- এরূপ কথা বলা চরম জিহালতী ও কুফরী বৈ কিছুই নয়। কেননা এরূপ বিভ্রান্তিমূলক কথা বলার অর্থ কুরআন শরীফ ও হাদীছ শরীফকে অস্বীকার করা।
যা কাট্টা কুফরী।
হাদীছ শরীফ-এর বর্ণনা মতে, পবিত্র শবে বরাতে মহান আল্লাহ পাক তিনি অবারিতভাবে রহমতে খাছ বর্ষণ করেন। তাই সারা বছর ইবাদত-বন্দেগী করেনি এমন ব্যক্তিও যদি মহান আল্লাহ পাক উনার রহমতের প্রত্যাশী হয়ে পবিত্র বরাত-এর রাতে ইবাদত-বন্দেগী করে, খালিছ তওবা-ইস্তিগফার করে, দোয়া-মুনাজাত করে, কান্না-কাটি আহাজারি রোনাজারি করে আর তাতে সে রহমতে খাছ-এর হিস্যা লাভ করলে তো তার জীবনের মোড় ঘুরে যাবে নিশ্চয়ই। তখন তো সে ইবাদত গুজার বান্দায় পরিণত হয়ে যাবে। তবে কোনো ব্যক্তি সারা বছর ইবাদত-বন্দেগী না করলে এই বরাত-এর রাতে ইবাদত করতে পারবে না কেন? কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের কোথাও কী এমন নিষেধাজ্ঞা বর্ণিত আছে যে, সারা বছর ইবাদত-বন্দেগী না করলে বিশেষ রাতে ইবাদত-বন্দেগী করা যাবে না? অবশ্যই নেই।
আসুন আমরা এসমস্ত ধর্মব্যবসায়ী(ধর্মফেরীকারী) মুফতী-মাওলানা-মুফাসসীরে কুরআনদের সমাজের সর্বস্তরে বয়কট করি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।