আমাদের কথা খুঁজে নিন

   

মিশর বিপ্লবের কফিনে শেষ পেরেক ঠোকার চেষ্টা করছে সামরিক পরিষদ

মিশরের ক্ষমতাসীন সামরিক পরিষদ দেশটির বিপ্লব ধ্বংস করার ব্যবস্থা চূড়ান্ত করেছে বলে খবর পাওয়া গেছে। তারা সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিককে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। মিশরের কয়েকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সেদেশের সর্বোচ্চ সামরিক পরিষদ আমেরিকার সঙ্গে যোগসাজশের মাধ্যমে আহমেদ শফিককে প্রেসিডেন্ট ঘোষণা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। গত শনি ও রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে শফিকের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সেদেশের সর্ববৃহত্‌ রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের প্রার্থী মোহাম্মাদ মুরসি। মিশরের জনগণ ব্যাপকভাবে আশঙ্কা করছেন, সেদেশের সামরিক পরিষদ এমন একটি নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে যেটি কারচুপির মাধ্যমে হলেও আহমেদ শফিককে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করবে।

গত বছর অনুষ্ঠিত বিপ্লবের পর নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট গঠিত হয়েছিল দু'দিন আগে আদালতের সহযোগিতায় তা ভেঙে দিয়েছে সামরিক পরিষদ। পার্লামেন্টের উচ্চকক্ষও অচিরেই ভেঙে দেয়া হবে বলে মিশরের আরবি ভাষার নিউজ ওয়েবসাইট আল-আহরাম জানিয়েছে। পার্লামেন্ট ভেঙে দেয়ার মাধ্যমে গত বছরের বিপ্লবকে এক অর্থে গলাটিপে হত্যা করেছে মুবারকের ঘনিষ্ঠ আত্মীয় জেনারেল তানতাভির নেতৃত্বাধীন সামরিক পরিষদ। এবার মুবারকের অপর ঘনিষ্ঠ ব্যক্তি শফিককে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করে বিপ্লবের কফিনে শেষ পেরেক ঠুকতে চায় সেনাবাহিনী। সামরিক পরিষদ সতর্ক করে দিয়ে বলেছে, প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর বিক্ষোভের চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে।

এমনকি মিশরের বিচার বিভাগ সামরিক পরিষদকে নির্বিচারে আটকাভিযান চালানোর অনুমতি দিয়ে রায় ঘোষণা করেছে। মিশরে গত বছর গণবিপ্লবের মাধ্যমে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতন ঘটে। ওই বিপ্লব ধ্বংস করার উদ্দেশ্যে গতকাল (রোববার) প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনে সামরিক পরিষদ একটি সংশোধিত সাংবিধানিক ডিক্রি জারি করেছে। ওই ডিক্রি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও সামরিক পরিষদ পার্লামেন্ট ভেঙে দেয়ার এবং জাতীয় বাজেট নির্ধারণের অধিকার সংরক্ষণ করবে। অথচ এর আগে জেনারেল তানতাভির নেতৃত্বাধীন সামরিক পরিষদ ঘোষণা করেছিল তারা আগামী ১ জুলাই নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

হোসনি মুবারকের বেয়াই জেনারেল তানতাভি ইখওয়ানুল মুসলিমিনের প্রার্থী মোহাম্মাদ মুরসি পতিত স্বৈরাচার মুবারকের শেষ প্রধানমন্ত্রী ও সামরিক পরিষদ সমর্থিত প্রার্থী আহমেদ শফিক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।