পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
১) সরকারের সাথে মিটিং শেষে নাখোশ দেশটির বিরুধি দল ও যুবকরা।
২) এবার খ্রিষ্টান সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভে নামবে, আর তাদের যে কোন আক্রমন থেকে রক্ষা করবে মুসলিম যুবকরা।
৩) আজ কিছু ব্যাঙ্ক ও অফিসে কাজ কর্ম শুরু করেছে।
৪) বিক্ষোভকারীরা তাহরীর স্কোয়ারের নাম পরিবর্তন করে ''শহিদ স্কোয়ার'' নাম করনের দাবি উঠিয়েছে।
১) আজ দুপুরে সরকারের সাথে আলোচনায় বসে সরকার বিরুধি জনপ্রতিনিধি। এতে মুসলীম ব্রাদারহোড সহ বাকি সমস্ত বিরুধি দল ও তাহরীর স্কোয়ারে বিক্ষোভকারী যুবকদের থেকে ননপলিটিশয়ান ছয় জন যুবক এই মিটিং এ প্রতিনিধিত্ব করেন। কিন্তু সরকারের সাথে এই মিটিং তাদের খুশি করতে পারেনি। ফলে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত।
২) আজ বিকেলে খ্রীষ্টান সম্প্রদায়ের নেতাদের নেতৃত্বে বিশাল মিছিলের ডাক দেয়া হয়, মিছিল শেষে তারা তাহরীর স্কোয়ারে বিক্ষোভ দেখাবে বলে জানানো হয়।
কিন্তু তাদের উপর আক্রমন আসতে পারে সন্দেহে, তাহরীর স্কোয়ারে পুর্বথেকেই বিক্ষোভাকারীরা তাদের নিরাপ্ত্তার ব্যাবস্থা করবে বলে আস্বাস দেয়। মুসলিম যুবকরা তাদের চারিদিক থেকে ঘেরাও করে তাদেরকে যে কোন ধরনের আক্রমন থেকে রক্ষা করবে বলে শপথ নেয়।
৩) দীর্ঘ ১২ দিন ব্যান্ক ও অফিস আদালত বন্ধ থাকার পর আজ কিছু কিছু ব্যান্ক কার্যক্রম শুরু করে। ফলে কায়রোতে কিছুটা প্রানচান্চল্য ফিরে আসে।
৪) বিক্ষোভকারীরা তাহরীর স্কোয়ারের নাম পরিবর্তন করে ''শহিদ স্কোয়ার'' নাম করনের দাবি উঠিয়েছে।
গত শুক্রবারের বিক্ষোভে বেশকিছু তরুন নিহত হয়, ফলে স্কোয়ারের নাম পরিবর্তন করার দাবিতে বিভিন্ন ব্যানার ও রাস্তায় বড় বড় হরফে তাহরীর স্কোয়ারের নাম ''শহীদ স্কোয়ার'' বলে ডাকার আহ্বান জানান সাধারণ জনগনদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।