লক্ষ্যহীন ব্যাক্তির অন্তহীন পথে ক্লান্তহীন হেঁটে চলা এ শহরের রোদে আমি ভিজেছি , কিশোরীর স্বচ্ছ চোখে পবিত্র ভালবাসা আর উচ্ছলতা , কুকুরের কোলে শুয়ে থাকা পথ শিশুদের চোখে নেশার আভা , সবই দেখেছি আমি । এ শহরের বৃষ্টিতে আমি পুড়েছি , আহ্লাদে তরুণীকে বাহু-বন্ধী করে মিথ্যে স্বপ্ন বুনেছে এক বালক , পিছে ফিরে চায় নি অনহারে ক্লীষ্ট কিশোরীকে । আমি দেখেছি কেউ কারও সুখেতে খুশী না , স্বার্থপর আমি , তুমি আর আমরা সবাই , নিজেকে নিয়ে ব্যাস্ত আমি এ শহরে , তোমরাই বা কে আমার ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।