আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার উল্টো পথ….।

কালের স্রোত

ভালোবাসার উল্টো পথে হেটেছো বলে অনেক দূরে তুমি গিয়েছো চলে। হেটে যাওয়া পথের ধুলি কণা তোমাকে দেখে নীরবে চেয়ে চেয়ে। স্মৃতিরা চোরকাটা হয়ে শাড়ীর পাড়ে তোমাকে জরিয়ে থাকে তোমার পথে। যতটা সুখের ভাবনা ছিলো মনে সীমানা পেড়িয়ে দেখো আরো দূরে। ভেবেছিলে ওপারে সুখের সবুজ মাঠে তোমার অপেক্ষায় সুখেরা আছে বসে।

হিসাবের গরমিলে মন এখন পুড়ে তোমাকে জরিয়ে থাকে তোমার পথে। যে শুন্যতা পূরণে অপূর্ণ রেখে ছুটেছো তুমি মরিচীকার পিছে পিছে। জানি ফিরবে হতাশার শুন্য পথে সুখের সন্ধানে হারানো পথে পথে। ক্লান্ত চরণ বিরহ মন এখন পুড়ে তোমাকে জরিয়ে থাকে তোমার পথে। ভালোবাসার উল্টো পথে হেটেছো বলে অনেক দূরে তুমি গিয়েছো চলে।

হেটে যাওয়া পথের ধুলি কণা তোমাকে দেখে নীরবে চেয়ে চেয়ে। স্মৃতিরা চোরকাটা হয়ে শাড়ীর পাড়ে তোমাকে জরিয়ে থাকে তোমার পথে। যতটা সুখের ভাবনা ছিলো মনে সীমানা পেড়িয়ে দেখো আরো দূরে। ভেবেছিলে ওপারে সুখের সবুজ মাঠে তোমার অপেক্ষায় সুখেরা আছে বসে। হিসাবের গরমিলে মন এখন পুড়ে তোমাকে জরিয়ে থাকে তোমার পথে।

যে শুন্যতা পূরণে অপূর্ণ রেখে ছুটেছো তুমি মরিচীকার পিছে পিছে। জানি ফিরবে হতাশার শুন্য পথে সুখের সন্ধানে হারানো পথে পথে। ক্লান্ত চরণ বিরহ মন এখন পুড়ে তোমাকে জরিয়ে থাকে তোমার পথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.