আমাদের কথা খুঁজে নিন

   

উল্টো রাজার উল্টো দেশ, তবুও আছি বেশ!!!

অদ্ভুত পৃথিবী কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে সোজা পথ পড়ে বাঁয়ে সোজা পথে কেউ চলেনা বাঁকা পথ জ্যাম হারদম জমজমাট ভিড় কমেনা সে দেশে- করে পাশ এম,এ/ বি,এ কেরানির জীবনযাপন, রাজনীতি করলে রে, ভাই ডিগ্রীর কি প্রয়োজন? জনগন তুলে দেবে তোমার হাতে দেশের শাসন। সে দেশে- অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী, দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী। সে দেশে- ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা, মরে ভূত হল মানুষ লোক দেখানো বদ্যি ডাকা। সে দেশে- অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি, বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়ি বাড়ি। আনন্দ কি আনন্দ এসে গেছে কোকাকোলা, গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা। পারেনা ধরতে পুলিশ, সত্যি অপরাধী যারা বাড়ছে সুখে, নিরিহ প্রেমিক প্রেমিকাদের ধরে, নিচ্ছে টাকা লেকের ধারে পুজর মুখে এদিকে ধর্ম ধর্ম নিয়ে চলছে দামাল, ধর্মকে তোয়াজ করে, সব শালারাই সাদা বালাল। রাজা দেয় প্রতিশ্রুতি, হেন কারেগা তেন কারেগা। কারেগা কচু, আসলে বেটা পকেট ভারেগা। এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষন যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন জানিয়ে দিও আমায় বলব সেই দেশের কথা ঠিকানা আমার কেয়ার অফ ফুথপাথ নচিকেতা। আমি উত্তর দিচ্ছি আপনাকে এমন দেশটির নাম বাংলাদেশ  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।