আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! বাসটা যখন সঙ্কর স্টপেজটা পার হলে গেল মনের মধ্যে খানিকটা আনন্দ অনুভব করলাম । তার মানে মেয়েটি মুহাম্মাদপুরেই নামবে । কারন এই বাসের শেষ স্টপেজ মুহাম্মাদপুরেই ।
আমি আর একবার মেয়েটির দিকে তাকালাম । আহা ! সুন্দর বোধহয় একেই বলে !! আর কালো পোষাকে যে মেয়েদের এতো সুন্দর লাগতে পারে এই মেয়েটিকে না দেখলে বোধহয় আমি বুঝতে পারতাম না ।
মেয়েটি পুরোপুরি কালো সেলোয়ার কামিজ পরেছে । চোখে কালো সানগ্লাস । ফর্সা গায়ের রং । পাতলা ঠোট । ঠোটে মনে হয় হালকা লিপস্টিক দেওয়া ।
আবার নাও দেওয়া থাকতে পারে । আমার মনে হল মেয়েটির ঠোট এমনিতেই অমন গোলাপী ।
মেয়েটির চেহারাটা যেন একেবারে ফুটে রয়েছে । আমি না তাকিয়ে পারলাম না ।
তবে খানিকটা কনফিউজ যে খালি চোখে মেয়েটিকে বোধহয় আরো সুন্দর লাগবে ! কিন্তু কালো সানগ্লাস পরা অবস্থায় মেয়েটাকে অসম্ভম সুন্দর লাগছে ।
আমি না চাইতেও আমার চোখ বারেবার মেয়েটির দিকে চলে যাচ্ছে । তবে মেয়েটি লাল রংয়ের একটা টিপ পরেছে । এটা যদি কালো টিপ হত তাহলে আরো বেশি সুন্দর লাগতো ! মেয়েটি কি আয়নায় দেখে না নিজেকে ?
লাল টিপ ভাল লাগে নাকি কালো টিপে ভাল লাগে এটা তো দেখা উচিত্ !!
ভার্সিটি থেকে বাসায় আসছিলাম । শাহবাগ থেকে বাস বদলাতে হয় । যখন বাস বদলে অন্য বাসে উঠলাম প্রথমেই মেয়েটার দিকে চোখ পড়ল ।
ড্রাইভারের পিছনে যে টুল বক্সটা থাকে মেয়েটি ঐ টুল বক্সের উপর বসে আছে । পায়েয় উপর পা তুলে ।
প্রথমে পায়ের উপর পা তুলে বসাটা দেখে আমার মনে হল যেন কোন দেশের রানী ভুল করে এই পাবলিক বাসে উঠে পরেছে । কিন্তু কিছুক্ষন পর মনে হল মেয়েটির বসার ভঙ্গি একদমই ঠিক আছে । এরকম আয়েশী আর রাজকীয় ভঙ্গি কেবল তোমাকেই মানায় ।
ফিজিক্যাল এসে মেয়েটা নেমে গেল । আমিও নেমে পরলাম মেয়েটার পেছন পেছন ।
মেয়েটি সামনে সামনে হাটছে । আর আমি পেছন পেছন হাটছি । মেয়েটার হাটার মধ্যেও কেমন একটা ছন্দ আছে ।
আমি কেবল তাকিয়ে আছি !
আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছি যে মেয়েটা সুন্দর তার সব কিছু সুন্দর । আমি নিশ্চিত মেয়েটা যদি এখন থুতু ফেলে তাহলে সেটা ফেলার মধ্যেও সৌন্দর্য থাকবে ।
একটু পর মেয়েটা আমার চোখের আড়ালে চলে যাবে । খানিকটা খারাপ লাগছিল । বাসের মধ্যে যখন মেয়েটিকে দেখছিলাম, বুকের মধ্যে কেমন একটা অনুভুতি হচ্ছিল ।
প্রেমে পরার মত অনুভূতি !
মেয়েটির চুল যখন মেয়েটির চোখের সামনে চলে আসছিল মেয়েটি কি চমৎকার ভাবেই না চুলের গুচ্ছ গুলো সরিয়ে দিচ্ছিল । আচ্ছা মেয়েটির সাথে কি কথা বলব একটু ?
কি বলব ?
যাক যখন মনে হয়েছে তাহলে বলেই ফেলি ।
-এক্সিউজ মি !
মেয়েটি দাড়িয়ে পড়ল ।
আমার মনে হল মেয়েটি এরকম ডাক শুনেই অভ্যস্ত । এই মেয়েকে টিকে তো আর এই মেয়ে দাড়ান ! এই ভাবে ডাকা যায় না !
-আমাকে বলছেন ?
-জি ।
-বলুন ।
আমি কি বলবো ভেবে পেলাম না । মেয়েটি কৌতুহলী চোখে তাকিয়ে আছে আমার দিকে । বললাম
-একটা কথা বলব ? যদি আপনি কিছু মনে না করেন ।
-বলুন ।
-আপনি লালটিপ পরবেন না ।
মেয়েটির চেহারা দেখে মনে হল মেয়েটি আমার কথা ঠিক বুঝতে পারল না । আমি বললাম
-প্লিজ অন্য কিছু ভাববেন না। আপনাকে লালটিপ থেকে কালো টিপে বেশি ভাল লাগবে । এই কথাটাই বলতেই চেয়েছিলাম ।
আচ্ছা আসি !
আমি হাটা দিলাম । আমি জানি মেয়ে আমার দিকে তাকিয়ে আছে ! কৌতুহল নিয়েই তাকিয়ে আছে । আমি হাসলাম খানিকক্ষন মনে মনে । মেয়েটা নিশ্চই আমার কথা মনে রাখবে ! রাখবেই !!
আমি হাটতেই থাকি ।
আমার মনটা খানিকটা খারাপ হয় ।
মেয়েটাকে মনে ধরেছি । কিন্তু এটা আমার জন্য বিলাশিতা ! যার দিন আনতে দিন যায় তার জন্য প্রেমে পরাটা বিলাশিতা !!
আমার কথাঃ এটা কোন গল্প না । আজ বাসে আসার সময় সত্যি সত্যিই এরকম একটা মেয়েকে দেখলাম । মেয়েটা আসলেই কেলো সেলোয়ার কামিজ পরেছিল । সাথে কালো সানগ্লাস পরে ছিল ।
আর বসেও ছিল পায়ের উপর পা তুলে, রাজকীয় ভঙ্গিতে !! মনে হল টুপ করে প্রেমে পরে যাই
কিন্তু দিঃখের বিষয় মেয়েটা সঙ্কর বাস স্টপেজেই নেমে গেল । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।